Bankura: পাকা সেতুর দাবিতে মেজিয়াতে গ্রামবাসীদের বিক্ষোভ
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি সার রয়ে যায়। চাতক পাখির মত তাদের সমস্যার এই বুঝি সমাধান হবে এই ভেবে চেয়ে থাকে এলাকাবাসী।
#বাঁকুড়া : ভোট আসে ভোট যায় কিন্তু প্রতিশ্রুতি সার রয়ে যায়। চাতক পাখির মত তাদের সমস্যার এই বুঝি সমাধান হবে এই ভেবে চেয়ে থাকে এলাকাবাসী। সোমবার বাঁকুড়ার মেজিয়া ব্লকের কাদাঘাটিতে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মেজিয়া ব্লক অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। প্রতিশ্রুতি দিয়েও সেতু নির্মাণ হয়নি। বাঁকুড়ার মেজিয়া ব্লকের কুস্তোড় পঞ্চায়েতের নাটশালা সেতু আজও নির্মাণ হয়নি। ঘটকগ্রাম মোড় থেকে কাদাঘাটি যাওয়ার রাস্তায় নাটশালার কাছে এই ভগ্ন সেতু নির্মাণের দাবি বহুদিনের। বারংবার পঞ্চায়েত থেকে ব্লক, পঞ্চায়েত সমিতি সহ জেলা পরিষদের দরজায় কড়া নাড়লেও গ্রামবাসীদের মেলেনি সুরাহা।
advertisement
ফলে চরম সমস্যায় ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায় ২০১৮ সালের প্রবল বৃষ্টিতে এই সেতুটি ভেঙে যায় । তারপর দীর্ঘ চার বছর উত্তীর্ণ হলেও সেতুর সমাধানে এগিয়ে আসেনি জেলা প্রশাসন। এই সেতু যাতায়াতের একমাত্র ভরসা নাটশালা, কাদাঘাটি সহ পাঁচ ছয়টি গ্রামের সাধারণ মানুষদের। তবে পূজোর আগে মাটি দিয়ে অস্থায়ী সেতু নির্মাণ করেন স্থানীয় প্রশাসন। তবে বর্ষা শুরুতেই সেই অস্থায়ী সেতু চলে যায় জলের তলায়।
advertisement
এভাবেই দীর্ঘ চার বছর ভোগান্তির স্বীকার হচ্ছেন ওই এলাকার সাধারণ মানুষজন। ভাঙ্গা সেতুর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার এলাকার বাসিন্দাদের। স্থানীয়দের অভিযোগ তাদের অস্থায়ী সেতুটি ভগ্নপ্রায় অবস্থায় থাকায় তাদের গ্রামে কোনো বিপদ আপদে প্রবেশ করতে পারেনা অ্যাম্বুলেন্স এমনকি প্রবল বর্ষায় পড়ুয়ারা যেতে পারেনা স্কুল-কলেজে। জেলা প্রশাসনকে জানিয়ে কোন সূরাহা মেলেনি। কোনও প্রয়োজনে গ্রামের বাইরে যেতে গেলে তাদের দশ থেকে বারো কিলোমিটার ঘুরপথে যেতে হয়।
advertisement
তাই বাধ্য হয়ে সোমবার মেজিয়া ব্লক আধিকারিক এর কাছে বিক্ষোভ দেখান তারা। তাদের কাতর আর্জি এই সেতু নির্মাণে অবিলম্বে জরুরী ভিত্তিতে হস্তক্ষেপ করুক প্রশাসন। এই বিষয়ে মেজিয়া ব্লক আধিকারিক অনিরুদ্ধ ব্যানার্জি জানান যে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সমস্যার শীঘ্রই সমাধান করা হবে।
advertisement
Joyjiban Goswami
Location :
First Published :
August 22, 2022 8:18 PM IST