Bankura: সোনামুখী পৌরসভার সাফাই কর্মীর মৃতদেহ উদ্ধার শালী নদী থেকে
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
সোনামুখীর শালী নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম চন্দ্রশেখর চন্দ্র । বয়স আনুমানিক ৫৫ বছর ।
#বাঁকুড়া : সোনামুখীর শালী নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা যায় মৃত ওই ব্যক্তির নাম চন্দ্রশেখর চন্দ্র । বয়স আনুমানিক ৫৫ বছর । বাড়ি সোনামুখী পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের রথীননগর এলাকায় ।তিনি সোনামুখী পৌরসভার একজন স্থায়ী সাফাই কর্মী। মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় চন্দ্রশেখর চন্দ্র সোনামুখী পৌরসভায় সাফাই বিভাগের একজন স্থায়ী কর্মী ছিলেন। শুক্রবার সকালে বাড়ি থেকে বেরিয়ে আর তিনি বাড়ি ফেরেননি।
advertisement
চারিদিকে খোঁজাখুঁজির পর অবশেষে রাত্রি নাগাদ পরিবারের পক্ষ থেকে সোনামুখী থানায় একটি নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করা হয়। পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগানো হয়। অবশেষে শনিবার সকাল নাগাদ সোনামুখীর শালী নদীর ব্রিজ থেকে কিছুটা দূরত্বে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় মানুষজন। স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় সোনামুখী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ।
advertisement
নিখোঁজের অভিযোগের ভিত্তিতে জানা যায় মৃতদেহটি সোনামুখী পৌরসভার সাফাই কর্মীর। মৃত দেহটি উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সোনামুখী থানার পক্ষ থেকে। তবে কীভাবে এই নদীতে এসেছিলেন ওই সাফাই কর্মী কিংবা অন্য কোন কারণে তার মৃত্যু হয়েছে সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সোনামুখী থানার পুলিশ।
advertisement
সোনামুখী পৌরসভার পৌরপ্রধান সন্তোষ মুখার্জি বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তাদের পুরসভার দীর্ঘদিনের স্থায়ী সাফাই কর্মী ছিলেন চন্দ্রশেখর চন্দ্র। নদী পেরিয়ে শ্মশান যাওয়ার পথে এই দুর্ঘটনা বলে তিনি মনে করছেন। তবে বিষয়টি নিয়ে সোনামুখী থানার পুলিশ তদন্ত করছে বলেও তিনি জানান। মৃত ওই সাফাই কর্মীর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান।
advertisement
Joyjiban Goswami
Location :
First Published :
August 20, 2022 9:45 PM IST