Bankura: ফের নদীতে স্নান করতে নেমে মৃত্যু বাঁকুড়ায়! এবার এক মহিলা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দ্বারকেশ্বরের নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম সীমা দত্ত। বাড়ি বাঁকুড়া সদর থানার অন্তর্গত কেঞ্জাকুড়া এলাকায়।
#বাঁকুড়া : দ্বারকেশ্বরের নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম সীমা দত্ত। বাড়ি বাঁকুড়া সদর থানার অন্তর্গত কেঞ্জাকুড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে। স্থানীয় সূত্রে জানা যায় সীমা দত্ত নামে ওই মহিলা আজ সকাল নাগাদ প্রতিদিনের মতো কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে স্নান করতে এসেছিলেন। বেশ কিছুক্ষণ জলে নামার পর হঠাৎই নদীর চরা স্রোতে তলিয়ে যান ওই মহিলা। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানা এবং কমলপুর ফাঁড়িতে ।
advertisement
পুলিশের তরফে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। সংশ্লিষ্ট বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্বারকেশ্বর নদীতে উদ্ধার কাজে নামেন। কয়েক ঘন্টার তল্লাশি অভিযান চালিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
advertisement
মৃতদেহটি উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। জন্মাষ্টমীর সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শ্যামল কারক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন প্রতিদিনের মতো সীমা দত্ত নামে ওই মহিলা শুক্রবার কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে স্নান করতে এসেছিলেন।
advertisement
নদীর চরা স্রোতে হঠাৎই তলিয়ে যান তিনি। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণের চেষ্টায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করেন। বৃহস্পতিবার দিন একইরকম ভাবে এই দ্বারকেশ্বরে স্নান করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে বাঁকুড়া শহরে।
advertisement
Joyjiban Goswami
Location :
First Published :
August 19, 2022 7:06 PM IST