Bankura: ফের নদীতে স্নান করতে নেমে মৃত্যু বাঁকুড়ায়! এবার এক মহিলা

Last Updated:

দ্বারকেশ্বরের নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম সীমা দত্ত। বাড়ি বাঁকুড়া সদর থানার অন্তর্গত কেঞ্জাকুড়া এলাকায়।

#বাঁকুড়া : দ্বারকেশ্বরের নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম সীমা দত্ত। বাড়ি বাঁকুড়া সদর থানার অন্তর্গত কেঞ্জাকুড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া এক নম্বর ব্লকের অন্তর্গত কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে। স্থানীয় সূত্রে জানা যায় সীমা দত্ত নামে ওই মহিলা আজ সকাল নাগাদ প্রতিদিনের মতো কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে স্নান করতে এসেছিলেন। বেশ কিছুক্ষণ জলে নামার পর হঠাৎই নদীর চরা স্রোতে তলিয়ে যান ওই মহিলা। ঘটনাটি স্থানীয়দের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানা এবং কমলপুর ফাঁড়িতে ‌।
 
 
advertisement
পুলিশের তরফে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরে। সংশ্লিষ্ট বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্বারকেশ্বর নদীতে উদ্ধার কাজে নামেন। কয়েক ঘন্টার তল্লাশি অভিযান চালিয়ে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা।
advertisement
 
মৃতদেহটি উদ্ধার করে পুলিশের অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। জন্মাষ্টমীর সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শ্যামল কারক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন প্রতিদিনের মতো সীমা দত্ত নামে ওই মহিলা শুক্রবার কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদীর সঞ্জীবনী ঘাটে স্নান করতে এসেছিলেন।
advertisement
 
নদীর চরা স্রোতে হঠাৎই তলিয়ে যান তিনি। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘক্ষণের চেষ্টায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ওই মহিলার মৃতদেহটি উদ্ধার করেন। বৃহস্পতিবার দিন একইরকম ভাবে এই দ্বারকেশ্বরে স্নান করতে নেমে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটে বাঁকুড়া শহরে।
advertisement
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: ফের নদীতে স্নান করতে নেমে মৃত্যু বাঁকুড়ায়! এবার এক মহিলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement