Bankura news : জিলিপি তো অনেক খেলেন! জাম্বো জিলিপির নাম শুনেছেন? ওজন প্রায় দু'কিলো! রইল হদিশ

Last Updated:

Bankura news : এই জিলিপি খাননি? তবে তো আপনি এখনও জানেনই না, কী জিনিস মিস করছেন! দু থেকে তিন কেজি ওজনের এই জিলিপি জিভে জল আনতে বাধ্য! জানুন কোথায় পাবেন!

+
বিশ্বকর্মা

বিশ্বকর্মা পূজা উপলক্ষে তৈরি হচ্ছে জাম্বো জিলিপি

#বাঁকুড়া : জিলিপি তো খেয়েছেন তবে প্রায় দু'কিলো আয়তনের জিলিপি খেতে আপনাকে আসতেই হবে বাঁকুড়া শহর ছাড়িয়ে প্রায় কুড়ি কিলোমিটার দূরে কেঞ্জাকুড়া গ্রামে। বিশ্বকর্মা পুজো এবং ভাদু পুজো উপলক্ষে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার বিখ্যাত জাম্বো জিলিপি নজর কেড়েছে সবার। জিলিপির সাথে বাঙালির যেন এক নাড়ির যোগ। যেকোনও ধর্মের মানুষের কাছে উৎসবে দিনে জিলিপি খাওয়ার চল দীর্ঘদিনের। সে বিজয়া দশমী হোক বা চড়ক পুজো।  আত্মীয়দের মান ভাঙিয়ে মনের গভীরতা বাড়িয়ে দেয় কেঞ্জাকুড়ার এই বিখ্যাত জাম্বো জিলিপি।
বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর তীরবর্তী অন্যতম প্রাচীন জনপদ কেঞ্জাকুড়া। একদিকে যেমন রয়েছে বিখ্যাত কাঁসার শিল্প সম্ভার অপরদিকে রয়েছে রাঢ় বাংলার বিভিন্ন লোকসংস্কৃতি চর্চার অন্যতম স্থান বাঁকুড়ার কেঞ্জাকুড়া। বহু প্রাচীনকাল থেকেই এই এলাকায় বিশ্বকর্মা ও ভাদু পূজা বিখ্যাত। আর এখানের ভাদুপূজা এবং বিশ্বকর্মা পূজা উপলক্ষে বছরের পর বছর প্রজন্ম ধরে পূর্বপুরুষদের দেখানো পথ অনুযায়ী কেঞ্জাকুড়ার মিষ্টান্ন শিল্পীরা গড়ে তোলেন বিরাট আকারের বিশেষ জিলিপি। এক একটি জিলাপির ওজন ৫০০ গ্রাম থেকে শুরু করে প্রায় দু কিলো পর্যন্ত। বাংলার ভাদ্র মাসের ২৭ তারিখ থেকে শুরু করে আশ্বিন মাসের ৫ তারিখ পর্যন্ত এই জাম্বো জিলিপি প্রস্তুত করা হয়। এখানে জিলিপি বিক্রি করা হয় ওজন দরে। এই জাম্বো জিলিপি গুলি দেড়শো টাকা কিলো হিসাবে বিক্রি করা হয়।
advertisement
advertisement
চালগুড়ি ফেটে বিরি বেসনের খামি করে এরপর ছিদ্রযুক্ত বিশেষ ধরনের একটি কাপড়ের থুপি করে হাতের পাক দিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিয়ে তেল ভর্তি গরম কড়াইয়ে ভেজে সেটিকে চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয় বিশাল আকারের এই জাম্বো জিলিপি। তবে একটা সময় এই কেঞ্জাকুড়া গ্রামের মিষ্টান্ন ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতা চলত কে কত বড় আয়তনের জিলিপি তৈরি করতে পারে। সময় পাল্টেছে পাল্টেছে জিলেপির আয়তনও। একটা সময় ছিল এক একটি জিলিপি তিন থেকে চার কেজি ওজন পর্যন্ত হত এখন সেই আয়তন কমে দেড় থেকে দুই কিলো এসে দাঁড়িয়েছে। বিশ্বকর্মা ও ভাদু পুজো দিন নতুন কুটুম এবং আত্মীয়দের উপহার দিতে এই জাম্বো জিলিপি নিতে বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ ভিড় জমান এই এলাকায়। বিশাল এই জিলিপি রাজ্য ছাড়িয়ে পাড়ি দেয় ভিন রাজ্যেও।
advertisement
জয়জীবন গোস্বামী
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura news : জিলিপি তো অনেক খেলেন! জাম্বো জিলিপির নাম শুনেছেন? ওজন প্রায় দু'কিলো! রইল হদিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement