বাঁকুড়া: এবার দুচোখ ভরে দেখুন বাঁকুড়ার ক্ষুদে ‘টাইগার শ্রফ’। কি নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না তাই না? একদম সঠিক অ্যাক্রোব্যাটিক মুভ। একটু ভুলের জায়গা নেই। পারফেক্ট ল্যান্ডিং , সামান্য এদিক ওদিক হলেই পা ভেঙে যেতে পারে। তবুও দুঃসাহসী এই বাঁকুড়ার ক্ষুদে নিজের চেষ্টায় করল অসাধ্যসাধন ।
প্রশিক্ষণ এবং সঠিক ডায়েট প্ল্যান ছাড়াই অসম্ভব সব জিমন্যাস্টিক মুভ করে তাক লাগল বাঁকুড়া জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র বাঁকুড়ার কেশিয়াকোলের বাসিন্দা দীপ কুমার চৌধুরী। নিজের চেষ্টায় ইন্টারনেটের মাধ্যমে জিমন্যাস্টিক শিখেই অনায়াসে করতে পারে অসম্ভব সব অ্যাক্রোব্যাটিক মুভ।
আরও পড়ুন - IMD Kalbaisakhi Alert || বৃষ্টি কখনও কম, কখনও বেশি, তবে কালবৈশাখীর দাপটে জেরবার হবে জেলার জীবন
দু চোখে দেশের হয়ে অলিম্পিক খেলার স্বপ্ন নিয়ে রোজ ভোরবেলা থেকে মাথার ওপর সূর্য ওঠা পর্যন্ত প্র্যাক্টিস করে বাঁকুড়ার এই ক্ষুদে ‘টাইগার শ্রফ’। স্কুলেরই শিক্ষকদের চোখে পড়ে দ্বীপের এই প্রতিভা তারপরেই দ্বীপের শিক্ষক শ্রী মহাদেব মুখোপ্যাধ্যায়ের পোস্ট করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
আরও পড়ুন - TV Actress Update: সিরিয়াল কাঁপাত টিভি পর্দা , আজ কোথায় ‘এই’ সুন্দরী মেগা সিরিয়ালের অভিনেত্রীরা
দীপের বাবা রঞ্জিত কুমার চৌধুরী পেশায় সিভিক ভলেন্টিয়ার। প্রায় প্রতিদিনই নাইট ডিউটি থাকায় দীপের অলিম্পিক্সে খেলার স্বপ্নতে সামিল হতে পারেন না তিনি। কিন্তু বাঁকুড়ার এই ক্ষুদে ‘পকেট ডাইনামাইট’ একা একাই ইন্টারনেট থেকে শিখেছে জিমন্যাস্টিক।
আর্থিক সচ্ছলতা না থাকায় প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নেওয়া হয়ে ওঠেনি দীপের। তাই নিজেই নিজের প্রশিক্ষক হয়ে জিমন্যাস্টিক এর ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে বাঁকুড়ার দীপ কুমার চৌধুরী। অপরদিকে সঠিক প্রশিক্ষণ পেয়ে দেশের হয়ে ছেলের প্রতিনিধিত্ব দেখতে চাইছেন বাবা রঞ্জিত কুমার চৌধুরী।
প্রতিভা থাকেই। কিন্তু প্রতিভার পরিণতি নির্ভর করছে কঠিন পরিশ্রমের উপর। প্রতিভার সঙ্গে পরিশ্রমের মেলবন্ধনই এনে দিতে পারে, আকাশ ছোঁয়া সফলতা। দুটোই রয়েছে বাঁকুড়ার দীপের মধ্যে। অসম্ভব প্রতিভা থাকা সত্ত্বেও মাটিতে পা রেখে দিনরাত পরিশ্রম করে চলেছে এই ছোট্ট ছেলেটি। প্রয়োজন অভিভাবকত্বের ছোঁয়া। প্রয়োজন সামান্য দিশা এবং অনুপ্রেরণা। তাহলেই হয়ত বাঁকুড়া জেলার হাত ধরেই উঠে আসতে পারে দেশের জন্য মেডেল। আপাতত বাঁকুড়ার ক্ষুদে টাইগার শ্রফের এই একান্ত লড়াই অনুপ্রেরণা জোগাবে শত সহস্রকে।Nilanjan Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Tiger Shroff