অঙ্কিতা লোখান্ডে- সুশান্ত সিংয়ের প্রাক্তন বান্ধবী৷ 'পবিত্র রিস্তা' দিয়ে নাম করে ফেলেছিলেন টেলি দুনিয়ায়৷ অর্চনা নামে প্রতিটি ঘরে পরিচিত ছিলেন। এই শোয়ের পর তিনি 'এক থি নায়িকা'-তেও কাজ করেন। ২০২১ সালে, তিনি ওয়েব সিরিজ 'পবিত্র রিশতা ২.০'-তে কাজ করেছিলেন। বিয়ের পরে তিনি তাঁর স্বামী ভিকি জৈনের সঙ্গে 'স্মার্ট জোড়ি'-তে অংশ নিয়েছিলেন এবং উইনার হয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে তাঁর হাতেও কোনও কাজ নেই তাই তিনিও ঘরে বসে আছে।