Dolyatra 2023: ফাগুনের আগুন দেখতে এই বসন্তে অবশ্যই আসুন বাঁকুড়ার পলাশতলায়
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
Last Updated:
Dolyatra 2023: হাজির একদল কলেজ পড়ুয়া যুবতী। উদ্দেশ্য একটাই পলাশ ফুলে রাঙা হয়ে ওঠা, পলাশ তলায় অকাল বসন্ত উৎসব পালন
বাঁকুড়া: 'ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে/ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে/এই মুহুর্তে বাঁকুড়া শহরের পলাশতলার ছবিটা দেখলে সবার প্রথমে বহুল প্রচলিত এই গানের লাইন গুলোই যেন মনে আসে। প্রতি বছর বসন্তে বাঁকুড়া জেলার পরিবেশ সেজে ওঠে লাল পলাশ ফুলের মাধুর্যে।
এমনই এক শনিবাসরীয় ছুটির দিনে পলাশতলায় হাজির শহরের কয়েক জন কলেজ পড়ুয়া ছাত্রী। রঙের উৎসবের আগেই রঙে রঙে রঙিন হলেন তাঁরা। উৎসব পালন করলেন তাঁরা। বন্ধুদের কৃষ্ণ-রাধিকার সাজানোর পাশাপাশি রঙ মেখে নাচ গানে মেতে উঠলেন তাঁরা। সঙ্গে অবরাধিতভাবে মোবাইল ক্যামেরায় হাজারো নিজস্বী তো ছিলই।
আরও পড়ুন : ওষুধ দিতে উঠেছিলেন আমগাছে, তারপর ঘটল মর্মান্তিক পরিণতি
সারা বছর অসংখ্য পর্যটক এই জেলার শুশুনিয়া থেকে মুকুটমণিপুর , বিষ্ণুপুর থেকে গাংদুয়া-সহ নানা জায়গায় বেড়াতে আসেন। এমনই দোলের ছুটিতে সেই সব পরিযায়ী পর্যটকদের 'উইকএন্ড ডেস্টিনেশন' হতেই পারে বাঁকুড়া শহরের এই পলাশতলা। এ যেন এক 'ছায়া সুনিবীড় শান্তির নীড়'। যেদিকেই চোখ যায় সেদিকেই আগুনরঙা পলাশ।
advertisement
advertisement
বাঁকুড়া শহরের বুকেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এমন একটা জায়গা যে রয়েছে, জানেন না অনেকেই। যাঁরা জানেন, তাঁরাই ছুটে আসেন এখানে।
আরও পড়ুন : শিবরাত্রির মেলায় স্বাদেগন্ধে অপূর্ব কলাইডালের অমৃতি, মুখে দিলেই মনে মুগ্ধতার রেশ
view commentsনিজের মতো করে প্রকৃতির মাঝে কাটানোর আদর্শ জায়গা হতে পারে এই পলাশতলা। পলাশতলার পাশ দিয়ে বয়ে গেছে নদী গন্ধেশ্বরী। মন মাতাল করা পলাশ ফুলের গন্ধ, সঙ্গে গন্ধেশ্বরী নদীর দিক থেকে আসা একরাশ ঠান্ডা বাতাস যে কারওরই মন ভাল করে দেওয়ার পক্ষে যথেষ্ট।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 11:10 PM IST