Kalna News: ওষুধ দিতে উঠেছিলেন আমগাছে, তারপর ঘটল মর্মান্তিক পরিণতি
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Kalna News: আমের ভাল ফলন পেতে হিয়াত মল্লিক গাছে উঠে ওষুধ প্রয়োগের পরিকল্পনা নিয়েছিলেন
কালনা : কালনা থানার অন্তর্গত হাঁসপুকুর মিলনীর মাঠ এলাকায় আম গাছে ওষুধ দিতে উঠে আম গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ওই ব্যক্তির নাম হিয়াত মল্লিক (৪৬)। তার বাড়ি কালনা থানার অন্তর্গত হাঁসপুকুর মিলনীর মাঠ সংলগ্ন এলাকায়। গতকাল সকালে তিনি আমগাছের ওপর ওষুধ স্প্রে করতে ওঠেন। এরপরে আম গাছের শুকনো ডাল ভেঙে মাটিতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। তাঁকে তড়িঘড়ি কালনা মহাকুমা হাসপাতালের নিয়ে আসা হয়। সেখানে কিছুক্ষ চিকিৎসা চলার পর সেখানে তাঁর মৃত্যু হয়। আজ শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়।
মৃতের আত্মীয়রা জানিয়েছেন, বাড়ি আম গাছে এবার ভাল মুকুল এসেছে। আমের ভাল ফলন পেতে হিয়াত মল্লিক গাছে উঠে ওষুধ প্রয়োগের পরিকল্পনা নিয়েছিলেন। সেই মতো ওষুধ কিনে নিয়ে এসে তা জলে গুলে ড্রামে নিয়ে গাছে ওঠেন তিনি। আম গাছটি অনেক বড় ছিল। অনেকটাই উপরে উঠেছিলেন তিনি। সেখানে একটি শুকনো ডালে দাঁড়িয়ে তিনি ওষুধ প্রয়োগের কাজ করছিলেন। কিন্তু তার ভার সহ্য করতে না পেরে শুকনো ডালটি হঠাতই ভেঙে পড়ে। সেই ডালের সঙ্গে নীচে পড়ে যান তিনিও। গুরুতর আঘাত পান। এরপর আত্মীয় পরিজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানেই মৃত্যু হয় তাঁর।
advertisement
আরও পড়ুন : কোন কোন মশলাকে একসঙ্গে পাঁচফোড়ন বলে, জেনে নিন তাদের অসংখ্য উপকারিতা
অন্যদিকে কালনা থানার অন্তর্গত পিন্ডিরা পঞ্চায়েতের বহড়া এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক ক্লাস ওয়ানের ছাত্রীর। মৃত ওই শিশুর নাম অঙ্কিতা কোঁড়া (৮)। গতকাল দুপুরে সে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে স্নান করতে গিয়েছিল । মনে করা হচ্ছে, এমন সময় হঠাৎই সে জলে ডুবে যায়। বিকেলের পর পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার হদিশ মেলেনি। গতকাল সন্ধ্যায় তার বাড়ির থেকে কিছুটা দূরে ওই পুকুরে মৃতদেহ খুঁজে পায় মৃতের পরিবার-পরিজনেরা। আজ শুক্রবার দুপুরে কালনা মহকুমা হাসপাতালে ওই ছাত্রীর মৃতদেহের ময়নাতদন্ত হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 4:38 PM IST