Bankura News: যোগ-বিয়োগে আর ভয় নেই, বাচ্চারা এবার নিমেষে শিখবে অঙ্ক

Last Updated:

বাঁকুড়ার ছাতনার ড্যাফোডিলস অ্যাকাডেমিতে এই নিয়ে একটি ডেমো ক্লাস হয়েছে। এই বিশেষ ক্লাসটি পরিচালনা করেন জীবন শিক্ষা পরিষদের সভাপতি সৌম্য সেনগুপ্ত।

+
title=

বাঁকুড়া: অঙ্ক নিয়ে ছেলেমেয়েদের মধ্যে ভয় নতুন নয়। বিশেষ করে অঙ্কের সূত্র মাথায় রাখতে না পারায় অনেকের মধ্যেই ছোটবেলা থেকে এই বিষয়টি নিয়ে ফোবিয়া তৈরি হয়। কিন্তু ভাবুন তো যদি খেলার ছলে আনন্দ করতে করতে অঙ্ক শেখা যেত! খাতা পেন নিয়ে অঙ্ক কষা নয়, যদি চোখের সামনে স্পষ্টভাবে দেখা যেত অঙ্কগুলিকে। হ্যাঁ, ঠিক‌ই পড়ছেন। এটাই এবার বাস্তবায়িত হতে চলেছে। ম্যাথমেটিক্সকে ভিজুয়ালাইজ করিয়ে খেলার ছলে বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে অঙ্ক শেখাচ্ছে জীবন শিক্ষা পরিষদ নামে এক সংগঠন। তাদের এই প্রচেষ্টায় উপকৃত হচ্ছে বহু ছেলে মেয়ে।
বাঁকুড়ার ছাতনার ড্যাফোডিলস অ্যাকাডেমিতে এই নিয়ে একটি ডেমো ক্লাস হয়েছে। এই বিশেষ ক্লাসটি পরিচালনা করেন জীবন শিক্ষা পরিষদের সভাপতি সৌম্য সেনগুপ্ত। ২০২০ সালে লকডাউনের সময় রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আরও অনেকের সঙ্গে মিলিত হয়ে জীবন শিক্ষা পরিষদের তরফ থেকে খেলতে খেলতে অঙ্ক শেখার এই অভাবনীয় পদ্ধতি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য চালু করেন।
advertisement
advertisement
বাচ্চাদের গণিত ভীতিকে বলা হয় ম্যাথমফোবিয়া বা ম্যাথমেটিক্স অ্যাংজাইটি। তাই ভয় দিয়ে নয়, শিশু মনকে খেলার আনন্দ দিয়েই জয় করা যাবে বলে মনে করছেন সৌম্য সেনগুপ্ত। খেলার ছলে শেখা যে কোনও জিনিস শিশু মনে গভীর দাগ কাটে। আর সেই কারণেই বিভিন্ন সরঞ্জামের সঙ্গে বেশ প্রাণোচ্ছলে অঙ্ক শেখাচ্ছেন সৌম্য সেনগুপ্ত। তিনি জানান, একটি ছোট কেবেল চ্যানেলে করোনাকালে লকডাউন থাকাকালীন শুরু হয় খেলার ছলে অঙ্ক শেখানোর এই ক্লাস। যতদিন স্কুল বন্ধ ছিল ততদিনই আমরা এই ক্লাসগুলি করাই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফিডব্যাক আসতে থাকে। স্কুল শুরু হওয়ার পরও অনুরোধ এসেছে এই ক্লাসগুলি চালিয়ে যাওয়ার। বর্তমানে সপ্তাহে দুটি করে ক্লাস করানো হয়। জীবন শিক্ষা পরিষদের একটি ইউটিউব চ্যানেল‌ও আছে। সেখানে এইক্লাসগুলি প্রি-রেকর্ড করে আপলোড করা হয় বলে জানান তিনি। পাশ্চাত্যের অনেক দেশে এইভাবেই ছোট ছোট ছেলে মেয়েদের অংক শেখানো হয় বলে জানা গিয়েছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: যোগ-বিয়োগে আর ভয় নেই, বাচ্চারা এবার নিমেষে শিখবে অঙ্ক
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement