Bankura: বিশালাকার একুশ ফুটের গনেশ দেখতে ভিড় শহরবাসীর

Last Updated:

দেশজুড়ে ধুমধাম এর সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। গণেশ চতুর্থীতে গণেশ পূজোকে কেন্দ্র করে মিনি মহারাষ্ট্রের চেহারা নিয়েছে বাঁকুড়া শহর।

+
title=

#বাঁকুড়া : দেশজুড়ে ধুমধাম এর সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী উৎসব। গণেশ চতুর্থীতে গণেশ পূজোকে কেন্দ্র করে মিনি মহারাষ্ট্রের চেহারা নিয়েছে বাঁকুড়া শহর। ইন্দারাগোড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে পঞ্চম বর্ষের পূর্তি উপলক্ষে ২১ ফুটের বিশালাকার গণেশ প্রতিমা তৈরি করে সবার নজর কেড়েছে এই কমিটি। প্রতিমাটি ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলে ভালো ফল পাওয়া যায় বলে মনে করেন গণেশ প্রেমীরা।
 
 
advertisement
সিদ্ধিদাতা গণেশ সাফল্য, বিঘ্ন নাশকারী, বুদ্ধি, জ্ঞান, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা। যে কোনও পুজোর শুরুতে গণেশ বন্দনা করলে সব বিঘ্ন নাশ হয় এবং সাফল্য প্রাপ্ত হয়। বাঁকুড়া শহরে কয়েক বছর আগেও গনেশ পূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের এতটা উন্মাদনা ছিল না। সময়ের সঙ্গে গণেশ পুজোকেও কেন্দ্র করে মানুষের আগ্রহ আর বাঁধভাঙ্গা উচ্ছাস বেড়েই চলেছে।
advertisement
 
তবে বাঁকুড়ার শহরের মধ্যে এই বিশালাকার গণেশ যেন এক অন্য মাত্রা যোগ করেছে। বুধবার সকাল থেকেই বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীর থেকে সাধারণ মানুষজন ভিড় করেছেন বিশালাকার ২১ ফুটের গণেশ দেখতে। চলছে গণেশ ঠাকুরের সঙ্গে দিব্যি সেলফি তোলা। ইন্দারাগোড়া হরেশ্বর মেলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্য শুভ ব্যানার্জি বলেন এক বন্ধুর উদ্যোগে ছোট করে এই গনেশ পুজো আমরা শুরু করি।
advertisement
 
পঞ্চম বর্ষ উপলক্ষে তাদের বিশেষ আকর্ষণ এই একুশ ফুটের বিশাল আকার গণেশ। দুর্গাপুজোর মত তারা গনেশ পূজা আগামী দিন আরও ভালো করে করতে চান। তাদের এই বিশালাকার গণেশ দেখতে ভালোই ভিড় জমাবেন সাধারণ মানুষ বলে তিনি আশাবাদী।
advertisement
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: বিশালাকার একুশ ফুটের গনেশ দেখতে ভিড় শহরবাসীর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement