Bankura: আছে কল, নেই জল! অদ্ভুত সমস্যায় গ্রামবাসীরা

Last Updated:

বাঁকুড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার গেলেই বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁকতোড় গ্রাম। আর এই গ্রামে জল সংকটের সমস্যা চরমে।

+
title=

#বাঁকুড়া : বাঁকুড়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার গেলেই বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁকতোড় গ্রাম। আর এই গ্রামে জল সংকটের সমস্যা চরমে। কল আছে কিন্তু জল নেই, ক্ষোভে ফুসছেন গ্রামবাসীরা। পানীয় জলের যোগান না থাকায় বিকল হয়ে পড়ে রয়েছে কল গুলি। রয়েছে টিউবল কিন্তু সেই টিউবলের আয়রনের মাত্রা অত্যাধিক থাকায় সেই জল খাবার যোগ্য নয়। নিরুপায় হয়ে এক কিলোমিটার বেশি দূর থেকে খাবার জল আনছেন গ্রামবাসীরা। এই ছবি একদিন-দুদিনের নয়, প্রায় তিন মাস জল নেই ওই এলাকায়।
 
 
advertisement
ফলে প্রায় ২০০ পরিবার এই পানীয় জলের সংকটে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের একমাত্র পানযোগ্য নলকূপে গত বছর চার আগে স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি সৌরবিদ্যুৎ প্রচলিত সাব মার্সিয়েল লাগানো হয়। এবং তা দিয়ে জল উঠতো ট্যাংকে, আর সেই জল ট্যাপ কলের মাধ্যমে সরবরাহ হতো গ্রামে।
advertisement
 
কিন্তু দীর্ঘদিন ধরে সেটিও অকেজো হয়ে পড়ে আছে। তারপর থেকে আর মেরামত করা হয়নি। ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে সাব মার্সিয়েলটি। তাই জল আনতে যেতে হচ্ছে অনেক দূরে। বারংবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন সব জায়গায় সমস্যার কথা জানিয়েও সমস্যার সুরাহা মেলেনি।
advertisement
 
গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জিতেন গরাই জানান জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে খুব দ্রুত জল সমস্যার সমাধান করা হবে ওই গ্রামে। এখন দেখার বিষয়, কখন তাদের গ্রামে এই জল সমস্যার সমাধান হয় সেদিকেই তাকিয়ে রয়েছে পাঁকতোড় গ্রামের বাসিন্দারা।
advertisement
 
 
 
Joyjiban Goswami
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: আছে কল, নেই জল! অদ্ভুত সমস্যায় গ্রামবাসীরা
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement