Bankura: একদিকে হাতি, অপরদিকে নেকড়ে! আতঙ্কে জর্জরিত গ্রামবাসীরা

Last Updated:

বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত পিড়রাবনি গ্রাম। আর এই গ্রামে অবিরাম আসা-যাওয়া করে নিত্যনতুন হাতির দল।

#বাঁকুড়া : বাঁকুড়ার বেলিয়াতোড় থানার অন্তর্গত পিড়রাবনি গ্রাম। আর এই গ্রামে অবিরাম আসা-যাওয়া করে নিত্যনতুন হাতির দল। তবে বেশ কয়েকদিন আগে হাতির সাথে জোড়া নেকড়ে বাঘের উপস্থিতি এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিল গোটা গ্রাম জুড়ে। বনদপ্তরের সুত্রে বলা হয়েছিল দুটি নেকড়ের মধ্যে একটি পুরুষ এবং অন্যটি মহিলা। বাঁকুড়ার পিড়রাবনি জঙ্গলের বনসংলগ্ন এলাকায় রয়েছে একাধিক মাটির বাড়ি। তারা ভূমিহীন তাই তারা আশ্রয় নিয়েছেন বনদপ্তরের জমিতে। এখানে তারা বসবাস করছেন পূর্বপুরুষদের আমল থেকে।
 
 
advertisement
তাদের এই বনসংলগ্ন এলাকায় অবিরাম আসা-যাওয়া করে নিত্যনতুন হাতির দল। হাতির দল এসে তান্ডব চালায় গ্রামের বিভিন্ন বাড়ি গুলিতে। হাতির হাত থেকে মাটির বাড়ি এবং পালিত পশুদের বাঁচতে তাই কাটার বেড়া দিয়ে বেষ্টিত করে রেখেছেন মাটির বাড়ির উঠোন। তবে হাতি আতঙ্কের রেস কাটতে না কাটতেই গ্রামবাসীদের কাছে নতুন এক আতঙ্ক নেকড়ে বাঘ।
advertisement
 
যা নিয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। ওই এলাকার বাসিন্দারা বলেন তাদের বসবাস করার মত জমি নেই। তাই একপ্রকার বাধ্য হয়েই বনসংলগ্ন এলাকায় বসবাস করছেন। সব সময় যেন একটা আতঙ্ক গ্রাস করে তাদের। তাদের বারো মাস হাতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। প্রতিনিয়ত হাতির দল আক্রমণ করে তাদের।
advertisement
 
কখনও বাড়িঘর ভেঙে দিয়ে চলে যায় আবার কখনও তাদের বাড়িতে থাকা প্রাণীদের উপর অকপটে অত্যাচার চালায় হাতির দল। তারপর তাদের নতুন আতঙ্ক হয়ে দাঁড়ালো এই নেকড়ে বাঘ। এইভাবেই প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করে বাঁচতে হয় বন সংলগ্ন এলাকায় বসবাস করা গ্রামবাসীদের। তারাও চাই সরকার একবার মুখ তুলে তাকান তাদের দিকেও। তাহলে হয়তো এই কাতর যন্ত্রণা থেকে মুক্তি পাবে তারাও।
advertisement
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: একদিকে হাতি, অপরদিকে নেকড়ে! আতঙ্কে জর্জরিত গ্রামবাসীরা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement