Bankura: মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল দশ হাজার কিউসেক জল

Last Updated:

বাঁকুড়া শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূর গেলেই দেখা মিলবে বাঁকুড়ার রাণী মুকুটমণিপুরের জলাধারের সৌন্দর্য।

#বাঁকুড়া : বাঁকুড়া শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূর গেলেই দেখা মিলবে বাঁকুড়ার রাণী মুকুটমণিপুরের জলাধারের সৌন্দর্য। পর্যটকদের কাছে ঘোরার এক আকর্ষণীয় এবং মনোরম জায়গা। নিম্ন চাপের জেরে প্রবল বর্ষণ শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। আর এই অবিরাম বৃষ্টিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ প্রায় কানায় কানায় ভর্তি। মুকুটমণিপুর জলাধারের সুরক্ষার কথা মাথায় রেখে চলতি মরশুমে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে বুধবার সকাল ১১ টা ৪০ মিনিট থেকে চারটি গেটের মাধ্যমে দশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করলো কংসাবতী সেচ বিভাগ।
 
 
advertisement
সেচ দপ্তর সুত্রে জানা যায় এই নিম্ন চাপের গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মুকুটমনিপুরের পাশাপাশি জল জমেছে পুরুলিয়াতেও। তাই জলস্তর বাড়ায় জল ছাড়ার সিন্ধান্ত নিয়েছে কংসাবতী সেচ বিভাগ। ৪৪০ ফুট জল ধারন ক্ষমতা সম্পন্ন মুকুটমনিপুর জলাধারে এই মূহুর্তে ৪৩২.৫৫ ফুট জল রয়েছে তাই বুধবার চারটি লক গেট থেকে প্রায় দশ হাজার কিউসেক হারে জল ছাড়া হল।
advertisement
 
 
অন্যদিকে বিপদ এড়াতে মুকুটমণিপুর জলাধারে নিচের এলাকার কংসাবতী নদীর সংলগ্ন বিভিন্ন গ্রামে জল ছাড়ার বিষয়ে ইতিমধ্যেই মাইকিং করে সচেতন করা হয়েছে বলে সেচ বিভাগ সূত্রে জানা যায়। মুকুটমণিপুর জলাধারে বেড়াতে এসে বিভিন্ন পর্যটক এই মনোরম দৃশ্য উপভোগ করছেন এবং সাথে জল ছাড়ার এই দৃশ্য তাদের ক্যামেরায় ফ্রেমবন্দী করছেন।
advertisement
 
পুলিশের পক্ষ থেকে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে মুকুটমণিপুর জলাধার এলাকায়। মুকুটমণিপুর জলাধার বেড়াতে এসে চৈতালি ধর এবং অর্ঘ্য পাল বলেন অনেকবার মুকুটমণিপুর বেড়াতে এলেও জল ছাড়ার এই অপূর্ব দৃশ্য তারা আগে কোনদিন দেখেননি। বাঁকুড়ার রানী মুকুটমনিপুরের এই অপূর্ব সৌন্দর্য দেখা এক আলাদা অনুভূতি।
advertisement
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল দশ হাজার কিউসেক জল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement