Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কীভাবে পুজো ও মন্ত্রপাঠ করলে আপনার সম্পদ ও দাম্পত্য-সুখ অটুট হবে

Last Updated:

Akshaya Tritiya: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই পুণ্যলগ্ন পালিত হয়। বিয়ে, পুণ্যকাজ সূত্রপাত, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা-সহ একাধিক কাজে এই দিনকে শুভ বলে মনে করা হয়।

অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্ন এ বার পড়েছে ৩ মে, মঙ্গলবার। বলা হয়, এই তিথি সকলের জীবনে সুখ ও সমৃদ্ধি ডেকে আনে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই পুণ্যলগ্ন পালিত হয়। বিয়ে, পুণ্যকাজ সূত্রপাত, গৃহপ্রবেশ, নতুন ব্যবসা-সহ একাধিক কাজে এই দিনকে শুভ বলে মনে করা হয়।
এই তিথিতে কীভাবে পুজো করলে জীবনে সুখ ও সমৃদ্ধির অভাব হবে না, সে সম্বন্ধে জানিয়েছেন পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা। তাঁর মতে কী কী করতে হবে দেখে নিন-
সম্পদের জন্য-
advertisement
দেবী লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য কাচ বা স্ফটিকের পুতির মালা দিন বিগ্রহে। যদি নতুন মালা পাওয়া সম্ভব না হয়, তাহলে পুরনো মালাই গঙ্গাজলে পরিষ্কার করে বিগ্রহে পরিয়ে দিন।
advertisement
রুদ্রাক্ষের মালা সহকারে ওম হিং শ্রীম লক্ষ্মী বাসুদেবায়ঃ নমঃ’ মন্ত্র উচ্চারণ করুন ১০৮ বার। এর পর ওই মালা পরিধান করুন নিজেই। তবে ঘুমনোর সময় এই মালা খুলে রাখুন। এর পর সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিধেয় ধারণ করে মালাটি পরুন আবার।
advertisement
সংসারে সুখ ও সমৃদ্ধি আনতে এই তিথিতে পরুন গোলাপি রহের পোশাক। এই রংকে এই তিথির জন্য পবিত্র বলে ধরা হয়।
advertisement
বিবাহের জন্য এই তিথিকে পুণ্যলগ্ন বলে মানা হয়। সুখী ও দীর্ঘ দাম্পত্য চাইলে হরগৌরীর পুজো করুন এই তিথিতে। পাশাপাশি, এই দিনে শিবের পুজোও পবিত্র বলে ধরা হয়। পুজোর সময় শিব ও গৌরীকে রুদ্রাক্ষের মালা নিবেদন করুন। ওম গৌরীশঙ্করী নমঃ মন্ত্রটি উচ্চারণ করুন ১০৮ বার।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কীভাবে পুজো ও মন্ত্রপাঠ করলে আপনার সম্পদ ও দাম্পত্য-সুখ অটুট হবে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement