Rashifal: রাশিফল ২৯ অক্টোবর: পারিবারিক জীবন কোনও আত্মীয়ের কারণে বিপর্যস্ত হতে চলেছে, ভেঙে পড়বেন না, মাথা ঠান্ডা রাখুন

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নিন শনিবারের জন্য কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

রাশিফল ২৯ অক্টোবর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
রাশিফল ২৯ অক্টোবর: দেখে নিন কেমন যাবে আজকের দিন!
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন শনিবারের জন্য কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
advertisement
জমে থাকা কাজ আজ শেষ করতেই হবে, ফলে দিন পরিশ্রমের মধ্যে দিয়ে কাটবে, কোনও পরিস্থিতিতেই আজ উত্তেজিত হবেন না, বিতর্কে জড়াবেন না।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০
advertisement
আজ যতটা সম্ভব শান্ত মেজাজ এবং ইতিবাচক মনোভাব নিয়ে চলুন, ভবিষ্যতে সুফল পাবেন, কেউ তর্কাতর্কি করতে চাইলে এড়িয়ে যাওয়া উচিত হবে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০
সম্পর্ক হোক বা কর্মজীবন- এবার সব দ্বিধা ঝেড়ে পদক্ষেপের সময় এসেছে, এখন মনে না হলেও এই উদ্যোগ ভবিষ্যতের সময় সমৃদ্ধ করে তুলবে।
advertisement
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২
কোনও বিশেষ সমস্যা ব্যতিব্যস্ত করে রাখলে তার সমাধান তো করতে হবেই, কিন্তু অধৈর্য হয়ে পড়লে লাভ হবে না, তাই মাথা ঠান্ডা রেখে আজ সিদ্ধান্ত নিন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
কর্মজীবন থেকে ব্যক্তিজীবন- নানা চাহিদার দোলাচলে আজ পড়তে হতে পারে, চিন্তা নেই, খুবই অপ্রত্যাশিত ভাবে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
advertisement
দিন আজ ফুরফুরে মেজাজে কাটবে, হইচই না হলেও আনন্দের অভাব হবে না, কর্মক্ষেত্রে খুব অন্য রকম চিন্তা-ভাবনার জন্য সমাদর পেতে চলেছেন।
advertisement
অন্যের আকর্ষণের কেন্দ্রে থাকা আপনার স্বভাব, আজও সেই পরিস্থিতি সামাল দিতে পারবেন অনায়াসে, তবে নিজেকে সময় দেওয়াটাও আজ সমান দরকার।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
advertisement
পরিস্থিতির প্রতিকূলতায় মন আবেগপ্রবণ হয়ে থাকবে, যে কোনও কাজ কঠিন বলে মনে হবে, তাই গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আজ না নেওয়াই উচিত হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
কর্মজীবন বা ব্যক্তি জীবনের কোনও অপ্রত্যাশিত ঘটনা আজ হতাশার পরিস্থিতি তৈরি করতে পারে, তবে তা সাময়িক, তাই নিজেকে শান্ত রেখে কাজ করে যান।
advertisement
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
কর্মজীবন এবং ব্যক্তিজীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা এখন বাঁ হাতের খেলা বলে মনে হবে, জীবনের কোনও ক্ষেত্রেই এখন আত্মবিশ্বাসের অভাব হবে না।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
পারিবারিক জীবন কোনও আত্মীয়ের কারণে বিপর্যস্ত হতে চলেছে, ভেঙে পড়বেন না, মাথা ঠান্ডা রেখে সময় চলে যেতে দিন, সব আবার ঠিক হয়ে যাবে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
আজ নিজের মধ্যে অভূতপূর্ব এক শক্তি অনুভব করবেন, বুঝতে পারবেন যে সমস্যা সমাধানের জন্য অন্য কারও ওপরে নির্ভর করার প্রয়োজন আর নেই।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Rashifal: রাশিফল ২৯ অক্টোবর: পারিবারিক জীবন কোনও আত্মীয়ের কারণে বিপর্যস্ত হতে চলেছে, ভেঙে পড়বেন না, মাথা ঠান্ডা রাখুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement