Stellium Gochar 2022: একসঙ্গে তুলা রাশিতে গোচর করবে চারটি প্রধান গ্রহ; ভাগ্যে পড়তে চলেছে ব্যাপক প্রভাব, সতর্ক থাকুন!

Last Updated:

কুণ্ডলীতে একটি বিশেষ গ্রহের অনুকূল অবস্থান কারওর জীবনে বয়ে আনে সুখের ছোঁয়া। অন্য দিকে আবার, ওই সব গ্রহের প্রতিকূল অবস্থান জীবনে নানা ধরনের সমস্যা নিয়ে আসে।

একসঙ্গে তুলা রাশিতে গোচর করবে চারটি প্রধান গ্রহ; ভাগ্যে পড়তে চলেছে ব্যাপক প্রভাব, সতর্ক থাকুন!
একসঙ্গে তুলা রাশিতে গোচর করবে চারটি প্রধান গ্রহ; ভাগ্যে পড়তে চলেছে ব্যাপক প্রভাব, সতর্ক থাকুন!
কলকাতা: সমস্ত গ্রহের গতিবিধির পরিবর্তন আমাদের জীবনকেও প্রভাবিত করে। একটি নির্দিষ্ট সময় অন্তর গ্রহগুলি নিজেদের গতিবিধি পরিবর্তন করে। যার প্রভাব পড়ে আমাদের জীবনেও। কুণ্ডলীতে একটি বিশেষ গ্রহের অনুকূল অবস্থান কারওর জীবনে বয়ে আনে সুখের ছোঁয়া। অন্য দিকে আবার, ওই সব গ্রহের প্রতিকূল অবস্থান জীবনে নানা ধরনের সমস্যা নিয়ে আসে।
পণ্ডিত ইন্দ্রমণি ঘনস্যালের মতে, ২৭ অক্টোবর থেকে চারটি প্রধান গ্রহ সূর্য, কেতু, শুক্র এবং বুধ তুলা রাশিতে গোচর করবে। আর এই অবস্থান থাকবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র মতে, তিন বা ততোধিক গ্রহের স্থানান্তর বা গোচরকে স্টেলিয়াম বলা হয়। জেনে নেওয়া যাক, চারটি গ্রহের মিলনে কোন কোন রাশির জাতক-জাতিকাদের উপর কেমন প্রভাব পড়বে।
advertisement
এই সব রাশির উপর পড়বে প্রভাব:
advertisement
মেষ রাশি:
গ্রহেরা মেষ রাশির সপ্তম ঘরে যুক্ত হওয়ার কারণে ওই রাশির জাতক-জাতিকার জীবনে ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি পাবে। শুধু তা-ই নয়, এঁরা ব্যবসায় উন্নতি এবং চাকরিতে পদোন্নতি করতে পারেন। এমনকী, রয়েছে অর্থ আয়েরও যোগ। পুরনো বিনিয়োগ থেকেই আসতে পারে অর্থ। তবে এই রাশির জাতক-জাতিকাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখা বাঞ্ছনীয়। আর এই সময়টায় তাঁদের নিজেদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
advertisement
বৃষ রাশি:
চারটি গ্রহ যেহেতু ষষ্ঠ ঘরে গোচর করছেন, তাই বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সময়টায় সতর্কতা অবলম্বন করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সংযম বজায় রাখতে হবে। চাকরি এবং ব্যবসার উপর সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে। না-হলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে।
মিথুন রাশি:
এই গোচরের জেরে মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা সমস্যা তৈরি করতে পারে। পারিবারিক বিবাদ থেকে শুরু করে সম্পর্কের মধ্যে মনোমালিন্য আসতে পারে। শুধু তা-ই নয়, চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও অনেক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ফলে এক্ষেত্রে মিথুন রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকতে হবে। তবে এই সময়ে তাঁদের স্বাস্থ্য ভালই থাকবে।
advertisement
কর্কট রাশি:
এই গোচর আবার কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর একটা মিশ্র প্রভাব ফেলবে। অর্থাৎ ভাল-মন্দ মিশিয়েই সব কিছু ঘটবে এই সময়টায়। যেমন - সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে, তবে আবার ব্যবসার ক্ষেত্রে ব্যাপক আর্থিক সুবিধা মিলতে পারে। এমনকী একটি বড় কোনও প্রজেক্টও হাতে আসতে পারে। অর্থাৎ এই সময়টায় কর্কট রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থা বেশ ভালই থাকবে।
advertisement
সিংহ রাশি:
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য চার গ্রহের গোচর অত্যন্ত শুভ হবে। কারণ স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম বৃদ্ধি তো বৃদ্ধি পাবেই। তার পাশাপাশি চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রেও লাভের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। এমনকী স্বাস্থ্যও ভাল থাকবে। তবে, বিনিয়োগের পরিকল্পনা থাকলে তা এই সময়ে এড়িয়ে চলতে হবে।
advertisement
কন্যা রাশি:
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা আবার কিছুটা কঠিন হতে চলেছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ বাড়তে পারে। এমনকী আত্মীয়স্বজনের সঙ্গেও ঝামেলা হতে পারে। আর যাঁরা চাকরি অথবা ব্যবসার সঙ্গে যুক্ত, এই সময়টায় তাঁদের সতর্ক থাকতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Stellium Gochar 2022: একসঙ্গে তুলা রাশিতে গোচর করবে চারটি প্রধান গ্রহ; ভাগ্যে পড়তে চলেছে ব্যাপক প্রভাব, সতর্ক থাকুন!
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement