Saturn Transit: ৩০ বছর পরে নিজের রাশিতে শনি, আড়াই বছরে একবারের বদলে ৩ মাসে ফের রাশি বদল, ২০২৩ পর্যন্ত ৫ রাশির জন্য ভয়ঙ্কর সময়

Last Updated:

Saturn Transit: আড়াই বছরে একবারের বদলে ৩ মাসে 2 বার রাশি বদল গ্রহরাজের মহাদশার মহাকষ্ট জীবনকে ছারছার করবে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: প্রতি আড়াই বছরে শনির একবার রাশি পরিবর্তন হয়ে থাকে ৷ কিন্তু ২০২২ সালে শনি ২ বার রাশি বদলেছে ৷ ৩০ এপ্রিল শনি ৩০ বছর বাদে নিজের রাশিতে প্রবেশ করেছে ৷ এরপর থেকেই ১২ জুলাইয়ে শনির বক্রচাল শুরু হয়েছে ৷ এই শনির গোচরের ফলে বেশ কিছু রাশির ঢাইয়া ও সাড়ে সাতি শুরু হয়েছে ৷ এই মুহূর্তে পাঁচ রাশির উপরে ঢাইয়া ও সাড়ে সাতির অথার্ৎ মহাদশার মহাকষ্ট চলছে ৷ গ্রহরাজ ২০২৩ পর্যন্ত মকর রাশিতেই থাকবেন ৷
গ্রহরাজ কর্ম অনুযায়ী ফল দেন অর্থাৎ শনির হাতেই ক্রমফল পাওয়া যায় ৷ যদি কুষ্ঠিতে শনির অবস্থান অশুভ হয় সেক্ষেত্রে নানান ধরেনর সমস্যায় পড়তে হয় জাতক-জাতিকাদের ৷
এই সময়ে যে সমস্ত রাশির জাতক-জাতিকারা মহাদশা অর্থাৎ ঢাইয়া ও সাড়ে সাতির মহাকষ্ট ভোগ করছেন তাঁরা ঢাইয়া-সাড়ে সাতির মত খারাপ সময় চলছে তাই দেখা যায় শনির সাড়ে সাতি ও ঢাইয়ার মহাকষ্ট থেকে মুক্তি পেতে দরিদ্র মানুষকে সাহায্য করতে হবে ৷ নেশা না করাই উচিৎ ৷ প্রতি শনিবার মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বাললে সমস্যার সমাধান হবে নিমেষেই ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Mercury Transit: গ্রহ রাজপুত্র বুধের গোচর, পাঁচ রাশির জাতক-জাতিকার জীবনে দারুণ সময়
শনি মকর রাশিতে প্রবেশ করতেই ধনু, মকর ও কুম্ভর সাড়ে সাতি শুরু হয়েছে ৷ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শেষ তফার সাড়ে সাতি চলছে ৷ সাড়ে সাতির দ্বিতীয় দফার কষ্ট অত্যন্ত কষ্টদায়ক বলেই মনে করা হয় ৷ এছাড়াও মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির ঢাইয়া চলছে ৷ সব মিলিয়ে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ কারণ ছাড়াই কোনও ভাবে বিবাদে জড়ানো উচিৎ নয় ৷
advertisement
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Saturn Transit: ৩০ বছর পরে নিজের রাশিতে শনি, আড়াই বছরে একবারের বদলে ৩ মাসে ফের রাশি বদল, ২০২৩ পর্যন্ত ৫ রাশির জন্য ভয়ঙ্কর সময়
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement