Saturn Transit: ৩০ বছর পরে নিজের রাশিতে শনি, আড়াই বছরে একবারের বদলে ৩ মাসে ফের রাশি বদল, ২০২৩ পর্যন্ত ৫ রাশির জন্য ভয়ঙ্কর সময়

Last Updated:

Saturn Transit: আড়াই বছরে একবারের বদলে ৩ মাসে 2 বার রাশি বদল গ্রহরাজের মহাদশার মহাকষ্ট জীবনকে ছারছার করবে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: প্রতি আড়াই বছরে শনির একবার রাশি পরিবর্তন হয়ে থাকে ৷ কিন্তু ২০২২ সালে শনি ২ বার রাশি বদলেছে ৷ ৩০ এপ্রিল শনি ৩০ বছর বাদে নিজের রাশিতে প্রবেশ করেছে ৷ এরপর থেকেই ১২ জুলাইয়ে শনির বক্রচাল শুরু হয়েছে ৷ এই শনির গোচরের ফলে বেশ কিছু রাশির ঢাইয়া ও সাড়ে সাতি শুরু হয়েছে ৷ এই মুহূর্তে পাঁচ রাশির উপরে ঢাইয়া ও সাড়ে সাতির অথার্ৎ মহাদশার মহাকষ্ট চলছে ৷ গ্রহরাজ ২০২৩ পর্যন্ত মকর রাশিতেই থাকবেন ৷
গ্রহরাজ কর্ম অনুযায়ী ফল দেন অর্থাৎ শনির হাতেই ক্রমফল পাওয়া যায় ৷ যদি কুষ্ঠিতে শনির অবস্থান অশুভ হয় সেক্ষেত্রে নানান ধরেনর সমস্যায় পড়তে হয় জাতক-জাতিকাদের ৷
এই সময়ে যে সমস্ত রাশির জাতক-জাতিকারা মহাদশা অর্থাৎ ঢাইয়া ও সাড়ে সাতির মহাকষ্ট ভোগ করছেন তাঁরা ঢাইয়া-সাড়ে সাতির মত খারাপ সময় চলছে তাই দেখা যায় শনির সাড়ে সাতি ও ঢাইয়ার মহাকষ্ট থেকে মুক্তি পেতে দরিদ্র মানুষকে সাহায্য করতে হবে ৷ নেশা না করাই উচিৎ ৷ প্রতি শনিবার মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বাললে সমস্যার সমাধান হবে নিমেষেই ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Mercury Transit: গ্রহ রাজপুত্র বুধের গোচর, পাঁচ রাশির জাতক-জাতিকার জীবনে দারুণ সময়
শনি মকর রাশিতে প্রবেশ করতেই ধনু, মকর ও কুম্ভর সাড়ে সাতি শুরু হয়েছে ৷ ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শেষ তফার সাড়ে সাতি চলছে ৷ সাড়ে সাতির দ্বিতীয় দফার কষ্ট অত্যন্ত কষ্টদায়ক বলেই মনে করা হয় ৷ এছাড়াও মিথুন ও তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য শনির ঢাইয়া চলছে ৷ সব মিলিয়ে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷ কারণ ছাড়াই কোনও ভাবে বিবাদে জড়ানো উচিৎ নয় ৷
advertisement
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Saturn Transit: ৩০ বছর পরে নিজের রাশিতে শনি, আড়াই বছরে একবারের বদলে ৩ মাসে ফের রাশি বদল, ২০২৩ পর্যন্ত ৫ রাশির জন্য ভয়ঙ্কর সময়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement