প্রথমবার প্রকাশ্যে আনলেন কন্যার মুখ! দীপাবলির ছবিতে বড় চমক দীপিকা-রণবীরের

Last Updated:

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দীপাবলিতে প্রথমবার কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর মুখ প্রকাশ্যে আনলেন, পরিবারের উষ্ণ ছবি ভক্তদের উচ্ছ্বাসে ভাসাল.

News18
News18
মুম্বই: অবশেষে সেই মুহূর্ত এল যার অপেক্ষায় ছিলেন কোটি ভক্ত। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং প্রথমবার তাঁদের কন্যা দুয়া পাড়ুকোন সিং-এর মুখ প্রকাশ্যে আনলেন দীপাবলির উপলক্ষে। ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে এই তারকা দম্পতি শেয়ার করলেন তাঁদের উৎসবের কিছু বিশেষ ছবি, যেখানে দেখা গেল ছোট্ট দুয়া-কে মায়ের কোলে হাসতে হাসতে পোজ দিতে।
দীপিকা ও রণবীর তাঁদের প্রথম সন্তান দুয়া-কে স্বাগত জানিয়েছিলেন ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর। তারপর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দুয়া-র প্রথম ঝলকের জন্য।
advertisement
advertisement
advertisement

দীপাবলির ছবিতে পরিবারের উষ্ণতা

ছবিগুলিতে দীপিকা ও রণবীর দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত। রণবীর পরেছিলেন অফ-হোয়াইট কুর্তা ও ম্যাচিং কোট, সঙ্গে গলায় অলঙ্কার। দীপিকা পরেছিলেন লাল রঙের স্যুট, সঙ্গে ভারী গয়না ও কোমল হাসি।
দুয়া মায়ের মতোই লাল পোশাক পরে মিষ্টি হাসিতে মাতিয়ে দিয়েছে সবাইকে। এক ছবিতে দেখা যায়, দীপিকা কোলে দুয়া-কে নিয়ে দাঁড়িয়ে, পাশে রণবীর আলতোভাবে তাঁদের দু’জনকে জড়িয়ে ধরেছেন।
advertisement
শেষ ছবিতে দেখা গিয়েছে দীপিকা ও ছোট্ট দুয়া একসঙ্গে দীপাবলি পূজা করছেন।
পোস্টের ক্যাপশনে দীপিকা লিখেছেন — “दीपावली की हार्दिक शुभकामनाएँ।”

ভক্তদের উচ্ছ্বাস, তারকাদের ভালোবাসা

ছবিগুলি প্রকাশ হতেই ভরে গিয়েছে মন্তব্যে। অভিনেত্রী হান্সিকা মোটওয়ানি লিখেছেন, “So cute!”
রাজকুমার রাও মন্তব্য করেছেন, “So cute. God bless you guys.”
অনন্যা পাণ্ডে লিখেছেন, “Oh my god,” আর রিয়া কাপুরও লিখেছেন, “So cute.”
advertisement
ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস তুঙ্গে — দুয়া-র হাসি, চোখ আর দীপিকার কোলে তাঁর প্রথম উপস্থিতি যেন এক ঝলক সুখের আলোয় ভাসিয়ে দিয়েছে গোটা ইন্টারনেটকে।

ভালোবাসার গল্প থেকে পরিবার গড়া

দীপিকা ও রণবীরের প্রেম শুরু হয় ২০১৩ সালে ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে থাকার পর তাঁরা গোপনে বাগদান করেন ২০১৫ সালে, এবং অবশেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে দুই সংস্কৃতির মিলনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন — দীপিকার কোকণী ও রণবীরের সিন্ধি রীতিতে।
advertisement
এখন, তাঁদের জীবনের নতুন অধ্যায়—দুয়া। দীপাবলির আলোয় ছোট্ট দুয়া-র মুখ যেন এক প্রতীক — ভালোবাসার পূর্ণতা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রথমবার প্রকাশ্যে আনলেন কন্যার মুখ! দীপাবলির ছবিতে বড় চমক দীপিকা-রণবীরের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement