Mercury Transit: গ্রহ রাজপুত্র বুধের গোচর, পাঁচ রাশির জাতক-জাতিকার জীবনে দারুণ সময়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Astro Tips: বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের মধ্যে রাজপুত্র ধরা হয়৷ মিথুন ও কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ।
#কলকাতা: বুধের গোচর হতে চলেছে এই মাসের শেষে৷ ৩১ জুলাই রাত ৩টে ৪৫ মিনিটে বুধ গ্রহ নিজের বর্তমান অবস্থান থেকে সরবে। বুধের গোচরের ফলে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ হবে৷ অগাস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত এই সিংহ রাশিতেই অবস্থান করবে বুধ। আয়তনে ছোট হলেও বুধের চলনে বিভিন্ন জাতক-জাতিকাদের রাশিচক্রে বড় প্রভাব ফেলে এবারের গ্রহের গোচরে একাধিক রাশিতে লাভবান হবে৷
advertisement
advertisement
advertisement
সিংহ রাশির প্রথম ঘরে গোচর হবে বুধের। সিংহতে প্রবেশ করেছে বুধগ্রহ তাই সিংহ রাশির জাতক-জাতিকা হলে অগাস্ট মাস দারুণ হতে চলেছে৷ এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সুফল পাবেন৷ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভ হবে৷ নিজের নতুন কাজের ভাবনা থাকলে সেটা শুরু করার এটা আর্দশ সময়৷ এই সময়টা নিজের নিজের পার্টনারের সঙ্গে ভাল কাটবে৷
advertisement
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য বুধের এই গোচর শুভ ফলদায়ী৷ কন্য়া রাশির ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। চাকরিপ্রার্থীরা নতুন চাকরি পাওয়ার শুভ যোগ রয়েছে৷ কাজের জায়গায় ভাল পারফরম্যান্স হবে৷ ব্যবসায়ীরা বড় লাভের যোগ রয়েছে৷ সন্তান ও পরিবারকে নিয়ে এই সময়টা ভাল যাবে৷ তবে জাতক-জাতিকাদের স্বাস্থ্যের দিকটা নিয়ে প্রশ্ন থাকতে পারে৷
advertisement
ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বুধ গোচর একেবারে নিষ্কন্টন নয়৷ তবে ভাল ভাগটাই বেশি৷ কাজের জায়গায় কিছুটা বাধা পড়বে৷ কিন্তু পরিশ্রমে সেই বাধা কেটে যাওয়ার যোগও থাকবে৷ ব্যবসায়ীরা নিজের কাজের ক্ষেত্রে একই ভাবে পরিশ্রমে সাফল্য পাবেন৷ এদিকে পরিবারের সঙ্গে সময় ভাল কাটবে৷ অবিবাহিতদের বিবাহের যোগ থাকবে৷
advertisement
সিংহ রাশিতে বুধের গোচর দারুণ পজিটিভ ফল নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশির জাতক - জাতিকাদের জীবনে। বাকি রাশিগুলির মতো কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য কাজের জায়গায় এই মাসে দারুণ পারফরম্যান্স দেবেন৷ কাজ প্রশংসাও করতে পারবেন৷ অসম্পূর্ণ কাজ শেষ হবে৷ পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে৷ অবিবাহিতদের বিবাহের যোগ উজ্জ্বল অগাস্ট মাসের এই সময়৷ Disclaimer: এই প্রতিবেদনের মত News 18 Bangla -র নিজস্ব মতামত নয়, পুরোপুরি ফল পেতে সঠিক বিশেষজ্ঞের মতামত নিন৷