জ্যোতিষ শাস্ত্রমতে সোমবার শিবের নামে অর্পিত ৷ শ্রাবণ মাস ভোলানাথের জন্য অত্যন্ত প্রিয় ৷ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, একই সঙ্গে প্রদোষ ব্রতর দিনও ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
এইদিন ভোলানাথের বিশেষ পূজার্চনা করলে বিশেষ ফল পাওয়া সম্ভব ৷ এছাড়াও সোমবার কয়েকটি গ্রহের গ্রহদোষ কাটিয়ে নেওয়ার জন্য অত্যন্ত ভাল দিন ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
চন্দ্রদোষ দূর করার দিন শ্রাবণ মাসের সোমবার তা হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আজ চন্দ্রদোষ নিবারণ করলে জীবন থেকে সমস্তকষ্ট দূর হবে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
চন্দ্রদোষের কারণে কয়েকটি সমস্যা জীবনে দেখতে পাওয়া যায় ৷ আসলে চন্দ্রদোষের কারণে অনিদ্রা, ক্লান্তি, ভয় ইত্যাদি সমস্যা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
চন্দ্রদোষের ফলে ব্যক্তির স্বাস্থ্যে বিশেষ করে কুপ্রভাব ফেলে ৷ যদি কুষ্ঠিতে চন্দ্রদোষ থাকে তার নিবারণ করতে সোমবার বিশেষ গুরুত্বপূর্ণ দিন ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
কুষ্ঠিতে চন্দ্রদোষ থাকলে সোমবারের ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ সম্ভব হলে শ্রাবণ মাসের সমস্ত সোমবার ব্রত রাখতে হবে ৷ একই সমস্ত বিধান মানতে হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
বিশেষত চাঁদের পুজো করতে হবে ৷ রুদ্রাক্ষতে ওমঃ শ্রী শ্রী শ্রী স: চন্দ্রমসে নমঃ জপ করতে হবে ৷ ভগবান শিব চন্দ্রকে ধারণ করেন তাই চন্দ্রদোষ বা চাদের দোষ কাটাতে শিবের পুজো অত্যন্ত প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
এই কারণেই সোমবার শিবলিঙ্গে রুপোর ঘটি দিয়ে দুধ ঢালতে হবে ৷ একই সঙ্গে অন্য সাদা সামগ্রী যেমন দই, সাদা কাপড়, সাদা চন্দন, চাল ও মিছরি অর্পিত করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
একই সঙ্গে এই সমস্ত জিনিসপত্র যাঁদের প্রয়োজন তাঁদের দান করা উচিৎ ৷ এছাড়াও রুপো দিয়ে মুক্তো ধারণ করলে বিশেষ ফল পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
মুক্ত ধারণ করার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ শ্রাবণ মাসের সোমবারে মুক্ত ধারণ করলে তা বিশেষ ভাবে কাজে আসে ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
মুক্ত ধারণ করার জন্য সোমবার অত্যন্ত ভাল সময় ৷ চন্দ্রদোষ দূর করতে মুক্ত অত্যন্ত কাজে আসে ৷ তাই মুক্তোর আংটি ধারণ করলে বিশেষ সুফল পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
Disclaimer:নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷