Bhai Phota Tips: ভাইয়ের মঙ্গল চাইলে সঠিক দিকে বসিয়ে ভাইকে ফোঁটা দিন, তবেই আসবে সুদিন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Bhai Phota Tips: কোন মুখে বসে ফোঁটা দেবেন ভাইকে? মঙ্গল কামনায় অবশ্য মেনে চলুন এই রীতি
উত্তর দিনাজপুর: ১৫ নভেম্বর বুধবার ভাইফোঁটা। কথিত আছে এই বিশেষ দিনেই যমুনার আমন্ত্রণে তাঁর বাড়িতে আহার করতে এসেছিলেন যমরাজ। বোনের ডাকে সারা দিয়ে তার দুয়ারে আবির্ভূত হন যমরাজ। ভাই আসার খুশিতে ডগমগ হয়ে ওঠেন যমুনা তারপর আদর আপ্যায়ন করে যমকে ফোটা দেন। তারপর থেকেই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই ভাইফোঁটা পালন করা হয়।
এদিন বোনেরা তাঁর ভাইয়ের মঙ্গল কামনা করে তাঁদের কপালে ফোঁটা দেয়। তবে এই শুভ দিনে মেনে চলতে হবে বিশেষ কিছু রীতি।
আরও পড়ুন – Shani Margi 2023: এই জাতক-জাতিকাদের শনিদেব এখন দিচ্ছেন কঠোর দণ্ড, এই কাজ করুন তাহলে বিপদ ছুঁতেও পারবে না
advertisement
জ্যোতিষী রামকৃষ্ণ সাহা জানান ভাইফোঁটার দিন চন্দনের তিলক লাগালে ভাইয়েরা দীর্ঘায়ুর পাশাপাশি সুখ-সমৃদ্ধি হয়। জ্যোতিষ মতে, টিকার সময় ভাইয়ের মুখ উত্তর বা উত্তর-পশ্চিম দিকে এবং বোনের মুখ উত্তর-পূর্ব বা পূর্ব দিকে হওয়া উচিত।
advertisement
এছাড়াও, ভাইফোঁটার আগে অবধি বোনেদের উপবাস রাখা উচিত। ভাইফোঁটার সময় আসন পেতে ভাইকে বসিয়ে দিন। মনে রাখবেন ভাইয়ের মুখ যেন পশ্চিম দিকে থাকে। তারপর ভাইয়ের কপালে টিকা লাগান ও ভাইয়ের হাতে লাল সুতো বেঁধে দিন। এরপর প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের আরতি করুন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করুন।
Piya Gupta
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 3:24 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Bhai Phota Tips: ভাইয়ের মঙ্গল চাইলে সঠিক দিকে বসিয়ে ভাইকে ফোঁটা দিন, তবেই আসবে সুদিন