Samudra Sastra: আপনার হাতে এই চিহ্ন আছে? থাকলেই জীবনে টাকার বন্যা! লক্ষ্মীর কৃপায় সদা বিরাজ করবে সৌভাগ্য!

Last Updated:

Samudra Sastra: সামুদ্রিক শাস্ত্র মানুষের আগামী দিন এবং তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। যা মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের আকার ও লক্ষণের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই বিশেষ লক্ষণগুলি থেকে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়।

এই চিহ্ন থাকলে উপচে পড়বে টাকা!
এই চিহ্ন থাকলে উপচে পড়বে টাকা!
কলকাতা: সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী বেশ কিছু শারীরিক লক্ষণ বলে দেয় মানুষের প্রকৃতি ও ভাগ্য থেকে শুরু করে ভবিষ্যৎ। সাধারণত দেখা যায় যে সমস্ত ব্যক্তির হাতে মন্দির, পতাকা, মকর রাশির চিহ্নের মতো রেখা থাকে সেই মানুষগুলি অত্যন্ত ধনী। আবার সামুদ্রিক শাস্ত্র বলে যে পুরুষের হাতের তালুর মাঝখানে তিল থাকে, সেই মানুষটি সমাজে অনেক সম্মান পেয়ে থাকেন। সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তির হাতের রেখা গভীর ও স্পষ্ট সেইসঙ্গে যাঁদের আঙুলও পূর্ণ, তাঁরা জীবনে অনেক বেশি সৌভাগ্যবান হন। তাঁদের সম্পদ ও সঞ্চয় দুই অর্জনের গুণ থাকে।
জ্যোতিষ শাস্ত্রের মতো, সামুদ্রিক শাস্ত্রও (samudrik shastra) মানুষের আগামী দিন এবং তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ব্যবহার করা হয়। যা মানুষের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের আকার ও লক্ষণের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এই বিশেষ লক্ষণগুলি থেকে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। আজ এই প্রতিবেদনে এমন কিছু লক্ষণ সম্পর্কে আলোচনা করতে চলেছি যেগুলি ধনী ব্যক্তির বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হয় সমুদ্র শাস্ত্র অনুযায়ী।
advertisement
advertisement
বিশেষ চিহ্ন এবং তিল
এই শাস্ত্র বলছে, যাঁর হাতে মন্দির, পতাকা, মকর রাশির চিহ্নের মতো রেখা থাকে। সেই মানুষগুলো অনেক ধনী। অন্যদিকে যে পুরুষের হাতের তালুর মাঝখানে তিল থাকে, সেই মানুষটি সমাজে অনেক সম্মান পেয়ে থাকেন।
advertisement
গভীর এবং পরিষ্কার লাইন
অন্যদিকে দেখা যায় সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তির হাতের রেখা গভীর ও স্পষ্ট। এর সাথে যাঁদের আঙুলও পূর্ণ, তাঁরা জীবনে প্রচুর অর্থ লাভ করে এবং তাঁদের সম্পদ সঞ্চয় করার গুণও থাকে।
হাতে বৃত্ত, ধনুকের চিহ্ন
আবার যে ব্যক্তির হাতের রেখা যেমন চক্র, ধনুক, তলোয়ার বা বর্শা থাকে। সমুদ্রবিজ্ঞানের সেই ব্যক্তিদের সম্পর্কে বিশ্বাস করা হয় যে এই ধরনের লোকেরা সেনাবাহিনী, পুলিশের মতো ক্ষেত্রে উচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পায়।
advertisement
হাতের বুড়ো আঙুলে চিহ্ন
এটা বিশ্বাস করা হয় যে যাঁর হাতে বুড়ো আঙুলে যবের চিহ্ন রয়েছে, তাঁরা অঢেল সম্পদের মালিক হয়ে থাকেন। অন্যদিকে, যদি আঙুল লম্বা হলে সেই ব্যক্তিকে খুব ভাগ্যবান বলে মনে করা হয় (money signs on palm)।
advertisement
Disclaimer: এই প্রতিবেদন সম্পূর্ণভাবেই প্রচলিত ধারনা কিংবা গণনার ভিত্তিতে লেখা। ব্যক্তিবিশেষে এর তারতম্য হতেই পারে। এই বিষয়ে সম্যক ও বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই কাম্য। নিউজ ১৮ বাংলা এই মতামতের দায় নেয় না।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Samudra Sastra: আপনার হাতে এই চিহ্ন আছে? থাকলেই জীবনে টাকার বন্যা! লক্ষ্মীর কৃপায় সদা বিরাজ করবে সৌভাগ্য!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement