Numerology Suggestions: এই দুই সংখ্যায় দারুণ মিল, জ্ঞানচর্চা বৃদ্ধি করে কেতু আর বৃহস্পতি প্রভাব

Last Updated:

Numerology Suggestions: দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৩, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।

এই দুই সংখ্যায় দারুন মিল, জ্ঞানচর্চা বৃদ্ধি করে কেতু আর বৃহস্পতি প্রভাব
এই দুই সংখ্যায় দারুন মিল, জ্ঞানচর্চা বৃদ্ধি করে কেতু আর বৃহস্পতি প্রভাব
জীবনের পথে মনের মানুষ চেনা দায়? কাজে আসুক সংখ্যাতত্ত্ব, সংখ্যাই বুঝিয়ে দেবে ঠিক কেমন সঙ্গী অথবা সঙ্গিনী হয়ে উঠতে পারেন জীবনের সকল ভালোবাসার আশ্রয়।
ব্যাপারটা অনেকটা রাশি মিলিয়ে জোটক খোঁজার মতোই। তফাতের মধ্যে এখানে কাজ করবে জন্মতারিখ। দেখে নেওয়া যাক, সংখ্যাতত্ত্ব মতে যাঁদের সংখ্যা ৩, তাঁদের জন্য কোন সংখ্যা সঙ্গী/সঙ্গিনী রূপে আদর্শ হতে পারে বা পারে না।
এই জায়গায় এসে একটা কথা বলে রাখা উচিত। জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়।
advertisement
advertisement
এই হিসেবে সংখ্যা ৩ রূপে গণ্য হবেন কারা? যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে। এই সংখ্যার অধিপতি গ্রহ বৃহস্পতি। আর একারণেই সংখ্যা ৭-এর জাতক-জাতিকারা, যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে, তাঁরা সংখ্যা ৩-এর পক্ষে দারুন উপযুক্ত। কেন?
advertisement
কারণ, সংখ্যা ৭ –এর অধিপতি কেতু, সেই জন্যেই-
  • ৭ একটি বিশেষ সংখ্যা। এটি আধ্যাত্মিকতা এবং প্রজ্ঞার অপার আধার। তাছাড়া ৭-এর অধিপতি কেতু বলেই এঁদের বিশ্লেষণাত্মক দক্ষতা এবং বুদ্ধিমত্তা অদম্য।
  • অন্যদিকে ৩ সংখ্যাও জ্ঞান এবং প্রজ্ঞার আধার। তাই এই দুই সংখ্যার জাতক জাতিকা ব্যাপক সাফল্য এবং প্রশংসা পেতে পারে।
  • advertisement
  • ব্যবসায়িক অংশীদাররা যে কোনও সিদ্ধান্ত যুক্তিসঙ্গত ভাবে ব্যাখ্যা করতে পারেন। ফলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা কমে যায়।
  • দম্পত্যের ক্ষেত্রেও পরিপক্কতা দেখা যায়। এঁরা বাস্তববাদী হয়ে থাকেন।
  • এঁরা পরস্পরকে জায়গা ছেড়ে দিতে প্রস্তুত থাকে। ফলে পারস্পরিক সুবিধার দিকেও লক্ষ্য রাখে।
  • কিন্তু, এঁদের যুক্তিবাদী মন পরস্পরের মধ্যে একটা দূরত্বও রাখা। ফলে দম্পতির মধ্যে কম মানসিক সংযুক্তি তৈরি হয়।
  • advertisement
    আবার, সংখ্যা ৮, যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে, তাঁরা সংখ্যা ৩-এর পক্ষে তেমন ভাল সঙ্গী হয়ে না উঠতে পারলেও চেষ্টা করলে সম্পর্ক টিঁকে যায়, কারণ-
    advertisement
    • ৮ ও ৩-এর মধ্যে একটা গড়পরতা সম্পর্ক তৈরি হতে পারে।
    • ৮ হল কঠোর পরিশ্রমী এবং বিচারবাদী। কিন্তু ৩ নিজের প্রতিভা এবং অভিব্যক্তির উপর জোর দিতে পছন্দ করে।
    • এঁরা উভয়ই নিরপেক্ষ ভাবে কাজ করে থাকে এবং অন্যের বিষয়ে কম আগ্রহী।
    advertisement
    • ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে এঁদের নিজেদের বিষয় নিজেদের বুঝে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যের উপর ভরসা না করাই ভাল।
    • দম্পতিদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগকে ব্যবহার করা উচিত।
    • বাড়িতে একটি তুলসি চারা গাছ লাগানো বাধ্যতামূলক। প্রতি সন্ধ্যায় সেখানে প্রদীপ জ্বালালে ইতিবাচকতা বৃদ্ধি পাবে।
    • বিজ্ঞান, রাজনীতি, অর্থ, জ্যোতিষ এবং চিকিৎসার ক্ষেত্রে এঁরা সফল হতে পারেন।
    • ধ্যান অনুশীলন করা যেতে পারে।
    view comments
    বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
    Numerology Suggestions: এই দুই সংখ্যায় দারুণ মিল, জ্ঞানচর্চা বৃদ্ধি করে কেতু আর বৃহস্পতি প্রভাব
    Next Article
    advertisement
    'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
    'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
    • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

    VIEW MORE
    advertisement
    advertisement