Offbeat News: পড়া হয়নি এক অক্ষরও... তবুও BA, MA পাশ একচান্সে? 'সেট' পাশ করে চমকে দিলেন তেহট্টের রাখি!

Last Updated:

Offbeat News: চোখে না দেখতে পেলেও শুনে শুনেই তিনি পার করে এসেছেন সব বড় বড় পরীক্ষা। আর এই শুনে শুনেই তিনি এবারের সেটেও উত্তীর্ণ হলেন তেহট্টের রাখি ঘোষ...

নজির গড়ল রাখি!
নজির গড়ল রাখি!
তেহট্ট: কথায় বলে পড়াশোনা করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে। তবে গাড়ি-ঘোড়া চড়তে গেলে পড়াশোনার মধ্যে পড়া এবং শোনা দুটোই করতে হয়। তবে পড়া এবং শোনার মধ্যে নদিয়ার তেহট্টের রাখির রুটিনে 'পড়া' কিন্তু ছিল না। তার কারণ জন্ম থেকেই সে দৃষ্টিহীন। তবে ইচ্ছে আর মনের জোর থাকলে উপায় যে হয় তার জ্বলন্ত উদাহরণ এই কন্যা। চোখে না দেখতে পেলেও শুনে শুনেই তিনি পার করে এসেছেন জীবনের একের পর এক বড় বড় পরীক্ষা। আর এবার শুনে শুনেই সেটেও উত্তীর্ণ হলেন তেহট্টের রাখি ঘোষ।
জন্ম থেকেই তিনি দৃষ্টিহীন। ছোটবেলা থেকে শুনে শুনেই প্রত্যেকটি পরীক্ষা উত্তীর্ণ করেছেন তেহট্টের রাখি। এক বর্ণও না পড়ে শুধুমাত্র শুনে শুনেই এমএ পাস করেছে সে। আর এ বছর সেট (স্টেট এলিজিবিলিটি টেস্ট) পাস করে জেলা তথা গোটা রাজ্যে এক অনন্য নজির সৃষ্টি করলেন তিনি।
advertisement
advertisement
নদিয়ার তেহট্টের হাউলিয়া মোদের বাসিন্দা রাখি ঘোষ জন্ম থেকেই ১০০% বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন। কিন্তু তাঁর প্রতিবন্ধকতা কখনই তাঁর স্বপ্নের কাছে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সমস্ত বাধা অতিক্রম করে তিনি এবছর সেট পরীক্ষা দেন। আর তাতেই সসম্মানে উত্তীর্ণ হন তিনি। সেটের ফল প্রকাশের পরেই খুশির আমেজ রাখির বাড়ি সহ আত্মীয়-স্বজনদের মধ্যে। রাখি জানান, "আমার এই সাফল্যের পিছনে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাদের অবদান সবচেয়ে বেশি। বাবা মায়ের কথা আর নতুন করে কি বলব'!
advertisement
দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী রাখিদের পরিবারে। বাবা দয়াল ঘোষ মাঠে চাষাবাদ করেন। মা মিনতি ঘোষ বাড়িতেই কাজকর্ম করে থাকেন। পরিবারে রাখির দুই দাদা ও তাদের স্ত্রীরাও রয়েছেন। রাখির মা মিনতি দেবী বলেন, "ছোট থেকেই লেখাপড়ায় আগ্রহ মেয়ের। আমি কারও কথায় কান না দিয়ে মেয়েকে লেখাপড়া করিয়েছি। এবার যদি কলেজে চাকরিটা পায় আরও খুশি হব।" প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের ইচ্ছের জোড়ে জেলার পাশাপাশি গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছেন তেহট্টের রাখি ঘোষ। ভবিষ্যতে তরুণ প্রজন্ম তাঁকে দেখে যে অনুপ্রাণিত হবেন তা বলাই বাহুল্য।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Offbeat News: পড়া হয়নি এক অক্ষরও... তবুও BA, MA পাশ একচান্সে? 'সেট' পাশ করে চমকে দিলেন তেহট্টের রাখি!
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement