Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৪ মে; অবশ্যই জানুন কাল আপনার ভাগ্যে কী রয়েছে...

Last Updated:

সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে! (Numerology Suggestions)

Numerology Suggestions
Numerology Suggestions
#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
কোনও ব্যক্তির দ্বারা আইনি অথবা অফিসের কাজের সমাধান। অভিনেতাদের কাছে আসা সুযোগ তেমন ফলপ্রসূ নাও হতে পারে, প্রতারিত হওয়ার সম্ভাবনা।
advertisement
শুভ রঙ: নীল ও হলুদ
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ৩
দান: আশ্রমে জাফরানি মিষ্টি দান করুন
advertisement
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
সততার মূল্য পাওয়া যাবে। বড় কোনও অংশীদারিত্বে যুক্ত হওয়ার সম্ভাবনা। তবে যে কোনও কাগজ সই করার আগে সতর্ক হতে হবে। বিতর্ক এড়িয়ে চলতে হবে।
শুভ রঙ: আকাশি নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২ ও ৬
দান: মন্দিরে অথবা দরিদ্রকে রৌপ্য মুদ্রা দান করুন
advertisement
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
সমস্ত রকম পরিকল্পনা করার এবং তা বাস্তবায়নের দিন কাল। ভাগ্য সুপ্রসন্ন। তবে ধৈর্য ধরতে হবে।
শুভ রঙ: লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩, ১
দান: দরিদ্রকে কাঁচা হলুদ দান করুন
advertisement
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
নতুনকে খোলা মনে স্বীকার করে নিন। একটি কম্বল দান করলে ভাল ফল মিলবে। সন্তানের জন্য গর্ববোধ।
শুভ রঙ: নীল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
দান: অনাথাশ্রমে একজোড়া কাপড় দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
পরিবার, বন্ধু, সহকর্মী থেকে শুরু করে অপরিচিত মানুষও কাল সাহায্য করতে এগিয়ে আসবে। কিন্ত স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনও রকম সিদ্ধান্ত আজ না নেওয়াই ভাল।
advertisement
শুভ রঙ: সমুদ্র সবুজ
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: সহকারীদের সবুজ বীজ দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
ন্যায় বিচার মিলবে শীঘ্রই। নিজের মনের মধ্যে শান্তি খুঁজে নিতে হবে। অনেক দায়িত্বভার লাঘব হতে পারে।
শুভ রঙ: নীল এবং সমুদ্র সবুজ
শুভ দিন: শুক্রবার
advertisement
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে আশ্রমে স্টিলের বাসন দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
অতীতচারণা থেকে মুক্ত হওয়া দরকার, প্রতিহিংসা পরায়ণতা থেকেও বেরিয়ে আসতে হবে। যন্ত্রণার কারণগুলিই দূর করে ফেলতে হবে।
শুভ রঙ: কমলা, নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে মন্দিরে জাফরানি দুধ দান করুন
advertisement
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
একগুঁয়ে মনোভাব ত্যাগ করে কাজে এগিয়ে যেতে হবে। পরিশ্রমের দ্বারাই যে কোনও লক্ষ্যে পৌঁছনো সম্ভব হবে কাল।
শুভ রঙ: সমুদ্র নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: গবাদি পশুকে সবুজ শস্য দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
দিনটি অত্যন্ত শুভ, কিন্তু খুব সতর্ক থাকতে হবে। যে কেউ পিছন থেকে ছুরি মারতে পারে। লাল শার্ট পরলে দিনটি ভাল যেতে পারে।
শুভ রঙ: লাল
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯ ও ৬
দান: কোনও মহিলাকে একটি কমলা বস্ত্র দান করুন
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২৪ মে; অবশ্যই জানুন কাল আপনার ভাগ্যে কী রয়েছে...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement