Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২১ জুন; দেখে নিন কেমন যাবে কালকের দিন

Last Updated:

সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে! (Numerology Suggestions)

Numerology Suggestions
Numerology Suggestions
#নয়াদিল্লি: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কালকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
কর্মদক্ষতার চেয়ে কাল পড়াশোনা/ট্রেনিং চাকরি পেতে বেশি কাজে আসবে, যে কোনও পরিস্থিতিতে সাফল্য মিলবে।
advertisement
শুভ রঙ: বাদামি
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১
দান: অনুগ্রহ করে ভিক্ষুকদের বাদামি চাল দান করুন
advertisement
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
কাল সবার কাছ থেকে সমাদর এবং ভালোবাসা পাবেন, তবে সাবধান, কেউ আপনার সারল্যের সুযোগ নিতে পারে।
শুভ রঙ: আকাশি নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২
দান: অনুগ্রহ করে মন্দিরে দুধ/তেল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
ঘনিষ্ঠদের মধ্যেই লুকিয়ে আছে বিশ্বাসঘাতকেরা, তাই কাল লোক বুঝে মনের কথা ভাগ করে নেবেন।
advertisement
শুভ রঙ: কমলা এবং লাল
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩
দান: অনুগ্রহ করে শিশুদের হলুদ রঙের পেন/পেনসিল দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
সাফল্যের লক্ষ্যে কাল থেমে থাকলে চলবে না, চিন্তা নেই, সব কাজ সময়ের মধ্য়েই শেষ হয়ে যাবে।
advertisement
শুভ রঙ: নীল
শুভ দিন: শনিবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে কোনও ভিক্ষুককে বস্ত্র দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
বন্ধু/আত্মীয়দের কাল আপনার সাহায্যের দরকার হবে, ব্যক্তিগত থেকে কর্মজীবন সবেতেই সাফল্য মিলবে।
শুভ রঙ: সি-গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে সবুজ শাক-সবজি দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
কাজ করার ধরন এবং মনোরঞ্জক ক্ষমতার জন্য কাল সব বাধা ভেদ করে সাফল্য অর্জন করবেন।
শুভ রঙ: টিল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের মিষ্টান্ন দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
কাল যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য মিলবে, অতএব ব্যবসায় ঝুঁকি নিয়ে দেখা যেতে পারে।
advertisement
শুভ রঙ: হলুদ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে মন্দিরে তেল দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
একটানা কঠোর পরিশ্রম করলে তবেই কাল ভাগ্য খুলবে, বুদ্ধির যথাযথ প্রয়োগে অর্থলাভের সম্ভাবনা আছে।
শুভ রঙ: সি-ব্লু
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে কোনও ভিক্ষুককে কলা দান করুন
advertisement
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
বিশেষ করে মহিলাদের জন্য কালকের দিনটি খুবই ভালো, সার্বিক ভাবে জীবনের সব স্তরেই সাফল্য এবং সমাদর মিলবে।
শুভ রঙ: লাল এবং কমলা
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৩, ৯
দান: অনুগ্রহ করে পরিচারিকা/ভিক্ষুককে ডালিম দান করুন
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ২১ জুন; দেখে নিন কেমন যাবে কালকের দিন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement