Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৬ ডিসেম্বর; দেখুন কেমন যাবে কালকের দিন

Last Updated:

সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে!

সংখ্যাতত্ত্বে ৬ ডিসেম্বর
সংখ্যাতত্ত্বে ৬ ডিসেম্বর
#কলকাতা: ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
যে কোনও প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে, বন্ধুদের সাহায্য মিলবে।
advertisement
শুভ রঙ: পিচ
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে আশ্রমে গম দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
অংশীদারিত্বের ব্যবসার চুক্তি অনুকূলে আসতে পারে, উন্মুক্ত মন নিয়ে ভালোবাসতে হবে।
advertisement
শুভ রঙ: আকাশি নীল
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২, ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের অন্ন দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
কর্ম ও ব্যক্তিজীবনের নতুন সূচনা হবে, বন্ধুদের অনাদর করা চলবে না কোনও পরিস্থিতিতেই।
advertisement
শুভ রঙ: কমলা ও গোলাপি
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ ও ১
দান: অনুগ্রহ করে অভাবীকে কাঁচা হলুদ দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
পারিবারিক এবং কর্মজীবন সব দিক থেকে ভাল যাবে, বিনিয়োগে বেশি টাকা না ঢালাই ভাল।
শুভ রঙ: নীল
শুভ দিন: মঙ্গলবার
advertisement
শুভ সংখ্যা: ৯
দান: অনুগ্রহ করে পরিচারিকাকে ঝাড়ু দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
কর্মজীবনে বিশেষ কোনও স্বীকৃতি ও সম্মান মিলতে চলেছে, শেয়ার বাজার থেকে লাভ হতে পারে।
শুভ রঙ: সি গ্রিন
advertisement
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে অনাথ আশ্রমে চিনি দান করুন
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
একসঙ্গে অনেক দায়িত্ব নেওয়া উচিত হবে না, মন থাকবে প্রণয়ের সম্পর্কে।
শুভ রঙ: নীল ও গোলাপি
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের চিনি দেওয়া দই দান করুন
advertisement
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
কর্মক্ষেত্রে উর্ধ্বতনদের সঙ্গে তর্কাতর্কি এড়িয়ে চলতে হবে, ব্যক্তিগত সম্পর্ক দৃঢ় হবে।
শুভ রঙ: কমলা
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে হলুদ বস্ত্র দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
ব্যবসায়িক লেনদেনে দেরি হলেও তা অনুকূলে থাকবে, দম্পতিদের দিন ভাল যাবে।
advertisement
শুভ রঙ: সি ব্লু
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে গবাদি পশুকে সবুজ ঘাস দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
সৃজনশীলতা দিনটির সর্বত্র সমাদর নিয়ে আসবে, সৌভাগ্য সঙ্গে থাকবে, প্রশংসা মিলবে অন্যদের।
শুভ রঙ: গোলাপি
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে শিশুদের চারাগাছ দান করুন
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Suggestions: সংখ্যাতত্ত্বে ৬ ডিসেম্বর; দেখুন কেমন যাবে কালকের দিন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement