Numerology: কেমন কাটবে ৫ মার্চ, কী কী চমক অপেক্ষা করছে? যা বলছে সংখ্যাতত্ত্ব
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
ভারতীয় মতে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করেও ভাগ্যফল নির্ধারণ করা হয়। সাধারণত জন্মতারিখ অনুযায়ী হিসেব-নিকেশ করে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে ভাগ্যগণনা করা হয়ে থাকে। যেমন ধরে নেওয়া যাক, কারও জন্মতারিখ ১১। এক্ষেত্রে তাঁর জন্মগত সংখ্যা হবে ১+১= ২। ফলে তাঁকে সংখ্যাতত্ত্বের #২-এর গণনা দেখতে হবে। অর্থাৎ নিজের জন্মতারিখের যোগফল হিসেব করে সংখ্যাতত্ত্বের গণনা করা হয়। এবার সংখ্যাতত্ত্ব অনুযায়ী নিজের জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক আজকের দিনে কার ভাগ্যে কী রয়েছে!
#সংখ্যা ১ (যাঁদের জন্ম ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে):
জয়ের সম্ভাবনা উজ্জ্বল। নেতৃত্বদানের ক্ষমতা সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। কাজে জগতে এর প্রভাব পড়বে।
advertisement
শুভ রঙ: কমলা ও টিল
শুভ দিন: রবিবার
শুভ সংখ্যা: ১ ও ৫
দান: অনুগ্রহ করে দরিদ্রদের কদলী দান করুন
#সংখ্যা ২ (যাঁদের জন্ম ২, ১১, ২০ এবং ২৯ তারিখে):
advertisement
কর্মক্ষেত্রে সৌভাগ্য অব্যাহত থাকবে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির উপর নজর রাখা জরুরি।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ২ ও ৬
দান: অনুগ্রহ করে মন্দিরে দু’টি নারকেল দান করুন
#সংখ্যা ৩ (যাঁদের জন্ম ৩, ১২, ২১ এবং ৩০ তারিখে):
যে কোনও বিষয়ে জয় লাভ করা সম্ভব হবে। শত্রুদের উপেক্ষা করাই ভাল। সৃজনশীল ব্যক্তিদের পক্ষে এটাই বিনিয়োগের সেরা সময়।
advertisement
শুভ রঙ: বাদামি
শুভ দিন: বৃহস্পতিবার
শুভ সংখ্যা: ৩ ও ১
দান: অনুগ্রহ করে আশ্রমে গম দান করুন
#সংখ্যা ৪ (যাঁদের জন্ম ৪, ১৩, ২২ এবং ৩১ তারিখে):
পরিশ্রমের থেকেও বেশি কাজে আসবে জ্ঞান। আটকে থাকা কাজ শেষ করা সম্ভব হবে।
শুভ রঙ: অ্যাকোয়া
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯
advertisement
দান: অনুগ্রহ করে দরিদ্রদের সবুজ শাক সব্জি দান করুন
#সংখ্যা ৫ (যাঁদের জন্ম ৫, ১৪ এবং ২৩ তারিখে):
অযথা সময় নষ্ট না করে নিজের কেরিয়ার গড়ে তোলার দিকে মন দেওয়া দরকার।
শুভ রঙ: সি গ্রিন
শুভ দিন: বুধবার
শুভ সংখ্যা: ৫
দান: অনুগ্রহ করে গবাদি পশুকে সবুজ শস্য দান করুন
advertisement
#সংখ্যা ৬ (যাঁদের জন্ম ৬, ১৫ এবং ২৪ তারিখে):
নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে হবে। উচ্চশিক্ষা, নতুন বাড়ি, নতুন চাকরি, অর্থনৈতিক লাভের সম্ভাবনা।
শুভ রঙ: আকাশি
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬ ও ২
দান: অনুগ্রহ করে শিশুদের নীল কলম দান করুন
#সংখ্যা ৭ (যাঁদের জন্ম ৭, ১৬ এবং ২৫ তারিখে):
advertisement
আটকে থাকা কাজ শেষ করা যাবে ভাগ্যের সহায়তায়। মহিলাদের ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা।
শুভ রঙ: কমলা ও সবুজ
শুভ দিন: সোমবার
শুভ সংখ্যা: ৭
দান: অনুগ্রহ করে অনাথ শিশুদের পড়াশোনার সামগ্রী দান করুন
#সংখ্যা ৮ (যাঁদের জন্ম ৮, ১৭ এবং ২৬ তারিখে):
আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের দ্বারা যে কোনও বাধা অতিক্রম করা যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ।
advertisement
শুভ রঙ: নীল
শুভ দিন: শুক্রবার
শুভ সংখ্যা: ৬
দান: অনুগ্রহ করে অনাথাশ্রমে সর্ষের তেল দান করুন
#সংখ্যা ৯ (যাঁদের জন্ম ৯, ১৮ এবং ২৭ তারিখে):
এসময় খ্যাতি, বৈভব, সুযোগ, স্থিতি সবই পাওয়া যাবে নিজের জীবনে। সোনা অথবা জমিতে বিনিয়োগ ভাল হতে পারে।
শুভ রঙ: বাদামি
শুভ দিন: মঙ্গলবার
শুভ সংখ্যা: ৯ ও ৬
দান: অনুগ্রহ করে দরিদ্রদের টোম্যাটো দান করুন
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 8:55 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology: কেমন কাটবে ৫ মার্চ, কী কী চমক অপেক্ষা করছে? যা বলছে সংখ্যাতত্ত্ব










