Horoscope 26th February: রাশিফল ২৬ ফেব্রুয়ারি: দেখে নিন আজ আপনার দিনটি কেমন যাবে!

Last Updated:

Horoscope 26 february: জন্মদিন মিলিয়ে দেখে নিন কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

ভারতীয় মতে রাশিফল  (Zodiac Sign) গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে (Horoscope 26th February) বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন  আগামিকাল  (Horoscope 26th February)   কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। আগামিকাল   (Horoscope 26th February) বাড়িতে বেশ শান্তির পরিবেশ বিরাজ করবে। সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। কাজের জায়গায় বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আগামিকাল   (Horoscope 26th February) আপনার সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে ধৈর্য সহকারে (Zodiac Sign) কথা বলতে হবে। সহকর্মীদের সঙ্গে বুঝেশুনে কথা বলতে হবে। সিনিয়রদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
আরও পড়ুন : পঞ্জিকা ২৬ ফেব্রুয়ারি: দেখে নিন আজকের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং সারা দিনের অন্য লগ্ন!
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। জীবনে হঠাৎই কোনও ঘটনা চমকে দেবে। আগামিকাল পারিবারিক কোনও কাজ সম্পন্ন হতে পারে। কাজের জায়গায় সমস্ত কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে।
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। আজ অনাথ বাচ্চাদের সাহায্য করা যেতে পারে। সম্পর্ক থেকে কী চাই বা চাই না সে সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে। কাজের জায়গায় সেরা সুযোগ মেলার সম্ভাবনা রয়েছে।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। দিনটি কিছুটা বিভ্রান্তি নিয়ে শুরু হতে পারে। অন্যান্যদের মধ্যে সেরা নির্বাচন করতে গিয়ে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গায় প্রশংসা মিলবে।
advertisement
আরও পড়ুন : এই চার রাশির জাতক জাতিকাদের কাছে এ বছরের মহাশিবরাত্রি ব্রত বিশেষ গুরুত্বপূর্ণ
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। নিজের জন্য সেরা সৃজনশীল সময়। পার্টনারের থেকে আগের চেয়েও বেশি মনোযোগ মিলবে (Zodiac Sign) । কাজের জায়গায় দিনটি বেশ ভালো কাটবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আগামিকাল নিজেকে বিশ্লেষণ করার দিন। শুধুমাত্র সামাজিক হতে গিয়ে কোনও সম্পর্কে জড়িয়ে থেকে লাভ নেই। কাজের জায়গায় কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। সৃজনশীল মানুষদের জন্য অসাধারণ একটি দিন। সামাজিক কারণে আজ দিনটি ব্যস্ততার মধ্যে কাটবে। ইমোশনের জন্য আগামিকাল কাজে হেরফের হতে পারে।
আরও পড়ুন :  শিবরাত্রির পুণ্যতিথিতে প্রাচীন জল্পেশ মন্দির ঘিরে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী মেলা, তুঙ্গে প্রস্তুতি
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। কয়েক দিনের মনমরা ভাব কেটে যাওয়ার পর দিনটি বেশ ভালো কাটবে। নিজের সম্পর্ক নিয়ে এবার পরিষ্কার দৃষ্টিভঙ্গির দ্বারা ভাবতে হবে। কর্মজীবনের পরিকল্পনা বিপর্যস্ত হতে পারে।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। কাছের কোনও বন্ধু খুব গোপন কথা বলতে পারে। সম্পর্কে কোনও নতুন বুনন তৈরি হতে পারে। বিদেশে যাওয়ার ইচ্ছে থাকলে আগামিকাল তা সফল হতে পারে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। মনের কথা শোনার চেয়ে আগামিকাল যুক্তি বেশ কাজে দেবে। বর্তমান সম্পর্ক তেমন ভালো না হলে নিজের ওপর ভরসা রাখতে হবে। নতুন কারও সঙ্গে পরিচয় হতে পারে যার থেকে ভালো কেরিয়ারের সুযোগ মিলবে।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। আগামিকাল কোনও কাজ করার আগে খুব সচেতন থাকতে হবে। কাছের মানুষের সঙ্গে আরও ভালো সম্পর্ক তৈরি করতে হবে। কোনও কাছের মানুষের থেকে মেসেজ মিলতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope 26th February: রাশিফল ২৬ ফেব্রুয়ারি: দেখে নিন আজ আপনার দিনটি কেমন যাবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement