MahaShivaratri 2022 : এই চার রাশির জাতক জাতিকাদের কাছে এ বছরের মহাশিবরাত্রি ব্রত বিশেষ গুরুত্বপূর্ণ

Last Updated:
MahaShivaratri 2022 : জ্যোতিষগণনা বলছে এ বছর বিশেষ কোনও রাশির জাতকের প্রতি শিবরাত্রির দিনটি অত্যন্ত শুভ৷
1/6
মহাশিবরাত্রি এক বিশেষ গুরুত্বপূ্র্ণ তিথি শৈব ভক্তদের কাছে৷ এ বছর আগামী ১ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি ব্রত (MahaShivaratri Vrat)৷ শিব মন্দিরে অনুষ্ঠিত হবে রুদ্র অভিষেক৷ বলা হয়, এই দিন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব৷
মহাশিবরাত্রি এক বিশেষ গুরুত্বপূ্র্ণ তিথি শৈব ভক্তদের কাছে৷ এ বছর আগামী ১ মার্চ পালিত হবে মহাশিবরাত্রি ব্রত (MahaShivaratri Vrat)৷ শিব মন্দিরে অনুষ্ঠিত হবে রুদ্র অভিষেক৷ বলা হয়, এই দিন ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব৷
advertisement
2/6
জ্যোতিষগণনা বলছে এ বছর বিশেষ কোনও রাশির জাতকের প্রতি শিবরাত্রির দিনটি অত্যন্ত শুভ৷ নির্দিষ্ট সেই রাশির জাতক জাতিকারা দেবাদিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন৷
জ্যোতিষগণনা বলছে এ বছর বিশেষ কোনও রাশির জাতকের প্রতি শিবরাত্রির দিনটি অত্যন্ত শুভ৷ নির্দিষ্ট সেই রাশির জাতক জাতিকারা দেবাদিদেবের বিশেষ আশীর্বাদ পাবেন৷
advertisement
3/6
মেষরাশির জাতক জাতিকাদের কাছে এ বছর মহাশিবরাত্রি ব্রত বিশেষ উল্লেখযোগ্য৷ এই রাশির জাতক ও জাতিকারা গঙ্গাজল এবং দুধ দিয়ে মহাদেবের পুজো করলে তাঁদের কেরিয়ারের পথ সুগম ও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে৷
মেষরাশির জাতক জাতিকাদের কাছে এ বছর মহাশিবরাত্রি ব্রত বিশেষ উল্লেখযোগ্য৷ এই রাশির জাতক ও জাতিকারা গঙ্গাজল এবং দুধ দিয়ে মহাদেবের পুজো করলে তাঁদের কেরিয়ারের পথ সুগম ও মসৃণ হবে বলে মনে করা হচ্ছে৷
advertisement
4/6
মহাশিবরাত্রিতে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা আশীর্বাদ পাবেন মহাদেবের৷ সেই পুণ্য তিথিতে মহাদেবের অভিষেক পুজো করলে চাকরি ও ব্যবসা দু ক্ষেত্রেই সাফল্য ও সমৃদ্ধি আসবে বলে মত জ্যোতিষীদের৷
মহাশিবরাত্রিতে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা আশীর্বাদ পাবেন মহাদেবের৷ সেই পুণ্য তিথিতে মহাদেবের অভিষেক পুজো করলে চাকরি ও ব্যবসা দু ক্ষেত্রেই সাফল্য ও সমৃদ্ধি আসবে বলে মত জ্যোতিষীদের৷
advertisement
5/6
এ বছরে মহাশিবরাত্রি মকররাশির জাতক জাতিকাদের কাছেও গুরুত্বপূর্ণ৷ বেলপত্র, গঙ্গাজল, দুধ দিয়ে শিবপুজো করলে তাঁরা আশীর্বাদধন্য হবেন৷
এ বছরে মহাশিবরাত্রি মকররাশির জাতক জাতিকাদের কাছেও গুরুত্বপূর্ণ৷ বেলপত্র, গঙ্গাজল, দুধ দিয়ে শিবপুজো করলে তাঁরা আশীর্বাদধন্য হবেন৷
advertisement
6/6
কুম্ভ রাশির জাতক ও জাতিকারা উপবাস করে শুদ্ধ চিত্তে সব রীতি পালন করে মহাদেবের আরাধনা করুন মহাশিবরাত্রিতে৷ পেশাদার জীবনে সাফল্য আসবে৷ সংসারে শ্রীবৃদ্ধি হবে সম্পদ ও সমৃদ্ধির আগমনে৷
কুম্ভ রাশির জাতক ও জাতিকারা উপবাস করে শুদ্ধ চিত্তে সব রীতি পালন করে মহাদেবের আরাধনা করুন মহাশিবরাত্রিতে৷ পেশাদার জীবনে সাফল্য আসবে৷ সংসারে শ্রীবৃদ্ধি হবে সম্পদ ও সমৃদ্ধির আগমনে৷
advertisement
advertisement
advertisement