Guru Gochar 2023: ২১ এপ্রিল দেবগুরুর গোচরে ভাগ্য বদলে যাবে এই দুই রাশির! আপনিও কি আছেন এই দলে?

Last Updated:

Guru Gochar April Horoscope 2023: শনি এবং রাহুর দ্বারা প্রভাবিত হওয়ার কারণে বৃহস্পতি সম্পূর্ণরূপে এই রাশিতে নিজের প্রভাব দেখাতে অসমর্থ হলেও মেষ এবং বৃষ রাশিতে এই গ্রহের প্রভাব পড়বে।

২১ এপ্রিল দেবগুরুর গোচরে ভাগ্য বদলে যাবে এই দুই রাশির! আপনিও কি আছেন এই দলে?
২১ এপ্রিল দেবগুরুর গোচরে ভাগ্য বদলে যাবে এই দুই রাশির! আপনিও কি আছেন এই দলে?
কলকাতা: আগামী ২১ এপ্রিল, শুক্রবার, বৈশাখের শুক্লপক্ষে রাত ১টা বেজে ১০ মিনিটে দেবগুরু বৃহস্পতি নিজরাশি মীন থেকে মঙ্গলগ্রহের প্রিয় মেষ রাশিতে পদার্পণ করতে চলেছে। গুরুগ্রহ বৃহস্পতি আগামী ১৩ মাস অর্থাৎ ১ মে, ২০২৪ তারিখ পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে। শনি এবং রাহুর দ্বারা প্রভাবিত হওয়ার কারণে বৃহস্পতি সম্পূর্ণরূপে এই রাশিতে নিজের প্রভাব দেখাতে অসমর্থ হলেও মেষ এবং বৃষ রাশিতে এই গ্রহের প্রভাব পড়বে।
মেষ রাশিতে বৃহস্পতির প্রভাব-
মেষ রাশি বা লগ্নের জাতক-জাতিকাদের সন্তান ভাগ্য, দাম্পত্য জীবনে বৃহস্পতি প্রভাব ফেলতে চলেছেন। মেষ জাতক-জাতিকারা রাহুর দ্বারা পীড়িত হওয়ার কারণে মানসিক চিন্তা বাড়তে পারে, স্পন্ডিলাইটিস বা অন্য কারণে আর্থিক ব্যয় ইত্যাদি হতে পারে। তবে সন্তানের দিক থেকে সুখবর মিলতে পারে। যাঁরা অধ্যায়ন বা অধ্যাপনার সঙ্গে যুক্ত তাঁরা এর সুফল পাবেন। দাম্পত্য জীবনে সুখবর প্রাপ্ত হতে পারে। বিবাহজীবনে কোনও সমস্যা হলে তা মিটে যাবে, এছাড়াও এই সময় ভাগ্য নানা ভাবে সাহায্য করবে। পিতার সাহায্য মিলবে, ধার্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে। বিভিন্ন সময়ে রাহুর প্রতিকার করা অসম্ভব হলে মেষ জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বিবাহ, সন্তান এবং কার্যক্ষেত্রে শুভ প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
বৃষ রাশিতে বৃহস্পতির প্রভাব
advertisement
বৃষ রাশি বা লগ্নের জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতি লাভ এবং অভাবের কারক হয়ে অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছেন। পরিবারের আর্থিক ব্যয়ের বিপরীতে লাভ যোগেরও অবস্থান রয়েছে। এর ফলে শুভ ও অশুভ দুই প্রকারের যোগই উপস্থিত রয়েছে। হঠাৎ করে কোথাও যাত্রার পরিস্থিতি তৈরি হতে পারে এবং সেই সূত্রে ব্যয়ও হতে পারে। গৃহ এবং যানবাহন কেনার পাশাপাশি সম্পত্তি লাভের যোগ রয়েছে। মাতার স্বাস্থ্যে উন্নতি এবং মাতার সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। যাঁদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেওয়ার সম্ভবনা রয়েছে তাঁরা সফল হবেন। তবে জাতক-জাতিকাদের কিডনি, সিস্ট বা লিভারের সমস্যার ফলে প্রচুর অর্থ ব্যয় হতে পারে। জাতক-জাতিকারা অত্যধিক পরিশ্রমের ফলাফল স্বরূপ সফলতা লাভ করবেন। আগামী ৩০ অক্টোবরের পরে জাতক-জাতিকাদের ভাগ্যে পরিবর্তন আসবে এবং গৃহে নানাবিধ সুখকর ঘটনা ঘটবে। এই সময় যাত্রার কারণে আর্থিক লাভও হতে পারে। স্বাস্থ্যের উন্নতির জন্য রাহুর প্রতিকারের প্রয়োজন রয়েছে।
advertisement
(প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Guru Gochar 2023: ২১ এপ্রিল দেবগুরুর গোচরে ভাগ্য বদলে যাবে এই দুই রাশির! আপনিও কি আছেন এই দলে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement