তবে নামের আদ্যক্ষরে ‘K’ থাকা মানুষগুলির চারিত্রিক বৈশিষ্ট্যের কিছু দুর্বল ও নেতিবাচক দিকও রয়েছে। অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন এবং নিজেকে সন্দেহ করার সমস্যাও দেখা যায় এঁদের মধ্যে। অতিরিক্ত ভাবনা ও উদ্বেগের শিকার হন নামের আদ্যক্ষরে ‘K’ থাকা মানুষগুলি। ফলে কখনও কখনও মানসিক চাপ ও উত্তেজনাতেও ভোগেন এঁরা।
নামের আদ্যক্ষরে ‘K’ থাকা মানুষগুলির মধ্যেও অন্যদের মতো বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বর্তমান। তবে এঁদের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যা আলাদা ভাবে চোখে পড়ে। এঁরা সৃজনশীল প্রকৃতির হন। মাথায় উদ্ভাবনী নানা ধরনের আইডিয়া ঘুরে বেড়ায়। ফলে যে কোনও সৃজনাত্মক ক্ষেত্রেই এঁরা নিজেদের সহজাত প্রতিভার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এছাড়াও এঁরা বন্ধুত্বপূর্ণ এবং রসিক প্রকৃতির হন। সব মিলিয়ে বলা যায় যে, এই ধরনের মানুষগুলি অনায়াসে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারে।
কেরিয়ারের দিক থেকে নামের আদ্যক্ষরে ‘K’ থাকা মানুষগুলি সাধারণত উচ্চকাঙ্ক্ষী প্রকৃতির হয়। সফল হওয়ার দৃঢ় ইচ্ছে এঁদের মধ্যে বর্তমান। ফলে লক্ষ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করতেও পিছপা হন না এঁরা। সৃজনশীল কেরিয়ারের দিকে আকৃষ্ট হন। ফলে লেখালিখি, সঙ্গীত ও শিল্পের দুনিয়ায় নিজেদের প্রতিষ্ঠা করেন। শুধু তা-ই নয়, এঁরা টেকনিক্যাল কিংবা ব্যবসা সংক্রান্ত পেশাতেও সমান দক্ষতা প্রদর্শন করতে পারেন। সহজাত ভাবেই এঁদের নেতৃত্ব প্রদানের ক্ষমতা থাকে। এমনকী এঁরা অন্যদের অনুপ্রেরণাও জোগাতে সক্ষম।
যাঁদের নাম ‘K’ অক্ষর দিয়ে শুরু হয়, সঙ্গী হিসেবে এঁরা বিশ্বস্ত এবং প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন। সম্পর্কের ক্ষেত্রে এঁরা সততা ও বিশ্বাসকে গুরুত্ব দেন। আর তা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রমও করেন। এখানেই শেষ নয়, এঁরা রোম্যান্টিক প্রকৃতির হন। প্রেম প্রকাশ করতেও এঁরা পিছপা হন না। সহানুভূতিশীল প্রকৃতির এই মানুষগুলি ভাল শ্রোতা হন। এমনকী যোগ্য সঙ্গী হতে পারেন। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)