Vrat Tyohar List 2022: শুরু হচ্ছে উৎসবের মরশুম! গোটা অগাস্ট মাসের সম্পূর্ণ তালিকা

Last Updated:

Vrat Tyohar List 2022: উৎসবের মরশুম, সারা অগাস্ট মাস জুড়েই নানান ধরনের উৎসব রয়েছে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#কলকাতা: অগাস্ট মাসে উৎসবের সূচনা হয়ে থাকে ৷ পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষে চতুর্থীর সঙ্গে সঙ্গে বড় উৎসব শুরু হয় ৷ এই পুরো মাস শুভ হতে চলেছে ৷ মাসের শুরুতেই গণেশের ব্রত ৷ এই মাসে পঞ্চমী, হরতালিকা তিজ, জন্মাষ্টমীর মত উৎসবে ভিড় উপচে পড়ে ৷ তবুও নানান ঘটনার অগাস্টে নানান ধরনের উৎসব রয়েছে ৷ বিনায়ক চতুর্থী ব্রত (Sawan Vinayaka Chaturthi) ১ অগাস্ট সোমবার, এমনিতেই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ব্রত (Sawan Somvar Vrat) ৷
এইবার বিনায়ক চতুর্থী ব্রতর রবিযোগ রয়েছে ৷ ২ অগাস্ট শ্রাবণ শুক্লা পঞ্চমী অর্থাৎ নাগপঞ্চমী ৷ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলা গৌরির ব্রতপালন করা হয় ৷ এই ব্রত একসঙ্গে হওয়ায় এইদিনের গুরুত্ব অপরিসীম ৷ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ ৮ অগাস্ট এইদিনের বিশেষ গুরুত্ব রয়েছে ৷ শিব পার্বতীর বিশেষ রূপে নানান বিধি-বিধানে আরাধনা করা হয় ৷ রাখীপূর্ণিমার এই তিথি শ্রাবণ মাসেই ৷ ভাই ও বোনের প্রেমের প্রতীক ৷
advertisement
এইদিনে ভাইয়েরহাতে বোনেরা রাখি বেঁধে তাঁদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে ৷ ভাইয়ের দীর্ঘ আয়ু প্রার্থনা করে ৷ পঞ্জিকা অনুযায়ী ভাদ্র (বাংলার ভাদ্র মাস শুরু হতে কিছুদিন বাকি) তৃতীয় ১৪ অগাস্ট ২০২২, রবিবার ৷ কেজরি তিজ অনুষ্ঠান বলেই পালন করা হয়ে থাকে ৷ সধবা মেয়েদের জন্য এই তিথি বিশেষ বলে মনে করা হয় ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Pearl Benefits: চার রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্তো অত্যন্ত শুভ! সর্বদা মা লক্ষ্মীর কৃপাবৃষ্টি হবে
ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী এইদিন রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ৷ জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের বালরূপের পুজো হয়ে থাকে ৷ ৩০ অগাস্ট ভাদ্র মাসের শুক্লাপক্ষ তিথিতে হরিতালিকা তিজব্রত অনুষ্ঠিত করা হয় ৷ এই তিথিতে ভগবান ভোলানাথ ও পার্বতীর পুজো করা হয় ৷ ৩১ অগাস্ট ভগবান গণেশের পূজার্চনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে ৷ গণেশ চতুর্থী (Ganesh Chaturthi) প্রতি মাসের শুক্লপক্ষতে হয়ে থাকে ৷ ভাদ্র মাসের শুক্ল পক্ষের চতুর্থী তিথি অত্যন্ত গুরুত্পূর্ণ হয়ে থাকে ৷
advertisement
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vrat Tyohar List 2022: শুরু হচ্ছে উৎসবের মরশুম! গোটা অগাস্ট মাসের সম্পূর্ণ তালিকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement