Sawan 2022: শ্রাবণ মাসে ভগবান শিবের আলাদা রূপের পুজো করলে সমস্ত মনষ্কামনা পূরণ হয়

Last Updated:

Sawan 2022: শিবের নানান রূপের পুজো করলে বাধা-বিপত্তিহীন জীবন হয় আরও সুন্দর

#নয়াদিল্লি: দেবাদিদেব মহাদেব তাঁকে আবার আশুতোষও বলা হয়ে তাঁকে কেননা তিনি যে অল্পতেই সন্তুষ্ট ৷ সাধাসিধে ও নির্মল হৃদয়ে মহাদেবের উপাসনা করলে বিশেষ ফললাভ সম্ভব হবে ৷ শ্রাবণ মাসে মহাদেবের নামে পুজো দিলে তার তাৎপর্যই আলাদা ভাবে পরিগণিত হয় ৷ ভোলানাথের নানান রূপ নিষ্ঠার সঙ্গে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় ৷ শিবকে বলা হয় অর্ধনারীশ্বর ৷ এই রুপের পুজো করলে শিব পার্বতী অত্যন্ত সন্তুষ্ট হন ৷ ভগবান শিবের এই রূপের পাঁচটি মুখ থাকে ৷
প্রথম মুখ ক্রোধমুখ যার রং হালকা লাল থাকে ৷ অন্যটি পূর্বমুখ যার রং হলুদ ৷ তৃতীয় মুখ দক্ষিণ মুখ যার রং নীল, চতুর্থ মুখ পশ্চিম মুখ যার রং ধূসর, পঞ্চম মুখ উত্তর মুখ যার রং এক্কেবারে লাল ৷ এই সমস্ত মুখের উপরে চাঁদ সুশোভিত ৷ সম্পূর্ণ মুখমণ্ডলের একটি আভা দেখতে পাওয়া যায় ৷ পশুপতি শিব, এই রূপকে পশুপতিনাথ হিসাবেই প্রচলিত ৷ নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে পশুপতিনাথের প্রচুর মন্দির রয়েছে ৷ ভক্তদের বিশ্বাস পশুপতি ভগবান সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন ৷
advertisement
মহামৃত্যুঞ্জয় এই নামেও পরিচিত ভগবান শিব ৷ মহামৃ্যতুঞ্জয় রূপ দেখলে মৃত্যুভয় কেটে যাবে ৷ মহামৃত্যুঞ্জয়ের মহামন্ত্র লক্ষ লক্ষবার জপ করলে অনেক অসাধ্য সাধন হয় ৷ নীলকণ্ঠ: সমদ্রমন্থনের সময়ে যে বিষ উঠেছিল সেই বিষ কণ্ঠে ধারণ করেই তিনি নীলকণ্ঠ হয়েছেন ৷ এই রূপে প্রবল তেজ লক্ষ্য করা যায় যা হাজার হাজার সূর্যের তেজের থেকেও বেশি তেজ ৷ নটরাজ: এটি ভগবানের রুদ্রমূর্তি ৷ ভগবান শিব নৃত্যের মুদ্রায় আছে ৷ তাঁর এই নৃত্য তাণ্ডব নৃত্য নামেই পরিচিত ৷
advertisement
advertisement
আরও পড়ুন:  Mercury Transit: গ্রহ রাজপুত্র বুধের গোচর, পাঁচ রাশির জাতক-জাতিকার জীবনে দারুণ সময়
এতে শিবের জটা খোলা আছে ৷ রাগে লাল হয়ে গিয়েছে ৷ এই রূপকে ভগবান শিবের অন্যরূপের মধ্যে অন্যতম ৷ এছাড়াও জ্যোতিলিঙ্গ রূপ, গৌরিপতি রূপ, অগ্নিকেশর, মহাকাল, মহেশ্বর ইত্যাদি ৷ সদাশিব, ভগবানের এই রূপ অত্যন্ত শান্ত ও প্রশান্ত ৷ তাঁর মাথায় চাঁদ ও সাপ বিরাজমান ৷ বাঘছালে নিজের আসন গ্রহণ করেন ৷ সমস্ত রোগ, দোষ ও পাপশমন ভবনে পাটাতে পারেন অতি সহজেই ৷ অর্থাৎ সুন্দরতা প্রদান করেন ৷
advertisement
আরও পড়ুন:  Sawan Somwar Upay: শরীর খারাপ-ভয়ে জীবন নাজেহাল! শ্রাবণের দ্বিতীয় সোমবারে চন্দ্রদোষ কাটানোর বিরাট সুযোগ
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Sawan 2022: শ্রাবণ মাসে ভগবান শিবের আলাদা রূপের পুজো করলে সমস্ত মনষ্কামনা পূরণ হয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement