Pearl Benefits: চার রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্তো অত্যন্ত শুভ! সর্বদা মা লক্ষ্মীর কৃপাবৃষ্টি হবে

Last Updated:

Pearl Benefits: মুক্ত বেশ কিছু সমস্যার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে

প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
#নয়াদিল্লি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রত্ন কোনও না কোনও কাজে সব সময়েই লাগে ৷ যে কোনও মানুষেরই কুষ্ঠিতে গ্রহ দুর্বল হলে রত্ন ধারণ করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ মুক্তোর কথা বললে বলা যেতে পারে মুক্তর চন্দ্রের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ৷ তবে কোন কোন মানুষেরা মুক্ত ধারণ করতে পারেন? মুক্ত দেখতে সাদা গোল বা ডিম্বাকৃতিও হতে পারে ৷
বেশিরভাগ সময়েই দেখতে পাওয়া যায় মুক্তি সাদা রঙের হয়ে থাকে ৷ অনেক জায়গায় হাল্কা গোলাপি রঙের মুক্ত দেখতে পাওয়া যায় ৷ মুক্তর সম্পর্ক চন্দ্রের সঙ্গে এটাই মনে করা হয় ৷ চন্দ্রের সঙ্গে মুক্ত মনের উপরে পড়ে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে মীন, কর্কট, মেষ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্ত অত্যন্ত ভাল বলেই মনে করা হয় ৷ কারও কুষ্টিতে চন্দ্রের অবস্থান নীচে আছে সেক্ষেত্রে মুক্ত ধারণ করা উচিৎ নয় ৷ মুক্ত পরলে মা লক্ষ্মীর কৃপা বাড়তে থাকে ৷
advertisement
আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত হতে পারে ৷ সমস্যা থেকে মুক্তি অতি সহজেই পেতে পারেন ৷ মুক্ত শান্তির প্রতিষ্ঠাতা ৷ যাঁদের মাথা অত্যন্ত গরম তাঁরা মুক্ত ধারণ করতে পারেন ৷ যাঁদের প্রচুর পরিমাণ রাগ থাকে তাঁদের মুক্ত ধারণ করা উচিৎ ৷ তবে মুক্ত ধারণ করতে বেশ কিছু নিয়ম আঠে সেগুলি মেনে চলতে হবে ৷ মুক্ত ধারণ করার সময় খেয়াল রাখতে হবে রুপোর আংটি করে সব থেকে চোট আঙুলে পরিধান করতে হবে ৷ এটি করতে হবে সোমবার রাতে ৷
advertisement
advertisement
কেননা মুক্তর সম্পর্ক চন্দ্রের সঙ্গে তাই রাত্রিবেলায় মুক্ত ধারণ করলে তার শক্তি কয়েকগুণ বেড়ে যায় ৷ মুক্ত পূর্ণিমার রাতে ধারণ করা যেতে পারে ৷ মুক্তর আংটি ধারণ করার আগে পঞ্চামৃততে ভিজিয়ে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিতে হবে ৷ তারপরে ধারণ করতে হবে ৷
advertisement
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Pearl Benefits: চার রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্তো অত্যন্ত শুভ! সর্বদা মা লক্ষ্মীর কৃপাবৃষ্টি হবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement