#নয়াদিল্লি: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রত্ন কোনও না কোনও কাজে সব সময়েই লাগে ৷ যে কোনও মানুষেরই কুষ্ঠিতে গ্রহ দুর্বল হলে রত্ন ধারণ করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷ মুক্তোর কথা বললে বলা যেতে পারে মুক্তর চন্দ্রের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে ৷ তবে কোন কোন মানুষেরা মুক্ত ধারণ করতে পারেন? মুক্ত দেখতে সাদা গোল বা ডিম্বাকৃতিও হতে পারে ৷
বেশিরভাগ সময়েই দেখতে পাওয়া যায় মুক্তি সাদা রঙের হয়ে থাকে ৷ অনেক জায়গায় হাল্কা গোলাপি রঙের মুক্ত দেখতে পাওয়া যায় ৷ মুক্তর সম্পর্ক চন্দ্রের সঙ্গে এটাই মনে করা হয় ৷ চন্দ্রের সঙ্গে মুক্ত মনের উপরে পড়ে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে মীন, কর্কট, মেষ ও বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য মুক্ত অত্যন্ত ভাল বলেই মনে করা হয় ৷ কারও কুষ্টিতে চন্দ্রের অবস্থান নীচে আছে সেক্ষেত্রে মুক্ত ধারণ করা উচিৎ নয় ৷ মুক্ত পরলে মা লক্ষ্মীর কৃপা বাড়তে থাকে ৷
আর্থিক পরিস্থিতি অত্যন্ত মজবুত হতে পারে ৷ সমস্যা থেকে মুক্তি অতি সহজেই পেতে পারেন ৷ মুক্ত শান্তির প্রতিষ্ঠাতা ৷ যাঁদের মাথা অত্যন্ত গরম তাঁরা মুক্ত ধারণ করতে পারেন ৷ যাঁদের প্রচুর পরিমাণ রাগ থাকে তাঁদের মুক্ত ধারণ করা উচিৎ ৷ তবে মুক্ত ধারণ করতে বেশ কিছু নিয়ম আঠে সেগুলি মেনে চলতে হবে ৷ মুক্ত ধারণ করার সময় খেয়াল রাখতে হবে রুপোর আংটি করে সব থেকে চোট আঙুলে পরিধান করতে হবে ৷ এটি করতে হবে সোমবার রাতে ৷
কেননা মুক্তর সম্পর্ক চন্দ্রের সঙ্গে তাই রাত্রিবেলায় মুক্ত ধারণ করলে তার শক্তি কয়েকগুণ বেড়ে যায় ৷ মুক্ত পূর্ণিমার রাতে ধারণ করা যেতে পারে ৷ মুক্তর আংটি ধারণ করার আগে পঞ্চামৃততে ভিজিয়ে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিতে হবে ৷ তারপরে ধারণ করতে হবে ৷
আরও পড়ুন: Saturn Transit: ৩ রাশির জন্মপত্রিকায় বড় শুভ যোগ, শনিদেবের মহাপুরুষ রাজযোগে হবেন মালামাল
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।