Chanakya Niti: চিনে নিন আপনার জীবনের সবচেয়ে বড় 'শত্রু'-কে, বলে দিতে পারে চাণক্য নীতি

Last Updated:

Chanakya Niti: চাণক্য মতে, রাগ হল সবচাইতে বড় শত্রু৷ জীবন থেকে রাগ সবার আগে ঝেড়ে ফেলতে হবে৷ কারণ একজন রাগী মানুষ কঠোর পরিশ্রম করলেও রাগের কারণে তার সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে৷

আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন, বলে দিতে পারে চাণক্য নীতি
আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু কে জানেন, বলে দিতে পারে চাণক্য নীতি
চাণক্য নীতি অনুসরণ করে প্রজন্মের পর প্রজন্ম সাফল্যের পথে এগিয়ে চলেছেন৷ তিনি একাধারে ছিলেন রাজ-উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, তেমনই ছিলেন শিক্ষক ও সুবিচারক৷ আচার্য চাণক্যকে ভারত তথা গোটা বিশ্বের মহান অর্থনীতিবিদ ও দার্শনিক হিসেবে বিবেচনা করা হয়৷ চাণক্য কেবল রাজনীতি নিয়েই সকলকে উপদেশ দেয়নি, বরং মানবজীবনে নয়া দিশা দেখিয়েছেন চাণক্য৷
চাণক্য নীতি অনুসরণ করে বহু মানুষের চলার পথ যেমন মসৃণ হয়েছে, তেমনই সাফল্য ফিরে পেয়েছেন অনেকেই৷ এমনকী ভাল ও মন্দেরও সঠিক দিশা খুঁজে পেয়েছেন একাংশ৷
চাণক্য নীতি অনুসরণ করে চললে জীবনে কোনওদিন সুখ ও শান্তির অভাব হয় না৷ ওনার মতে, লেখাপড়ার মধ্য দিয়ে আমরা যা শিখি, তা সারাজীবনের পাথেয় হয়েই থেকে যায়৷ এটা কেউ কেড়ে নিতে পারে না৷
advertisement
advertisement
মন সবসময় স্থির রাখার পরামর্শ দিয়েছেন চাণক্য৷ তাহলেই প্রকৃত মানুষ চিনতে পারা যায়৷
advertisement
চাণক্য মতে, রাগ হল সবচাইতে বড় শত্রু৷ জীবন থেকে রাগ সবার আগে ঝেড়ে ফেলতে হবে৷ কারণ একজন রাগী মানুষ কঠোর পরিশ্রম করলেও রাগের কারণে তার সবকিছুই নষ্ট হয়ে যেতে পারে৷ রাগ হলে সঠিক সিদ্ধান্ত নেওয়া যেমন সম্ভব নয়, তেমনই কোনটা ঠিক কোনটা ভুল তাও স্থির করা যায় না৷
চাণক্য বলেছেন, কখনওই কাউকে অতিরিক্ত বিশ্বাস করে সবচেয় গোপন কথাটি বলে ফেলা ঠিক নয়৷ কারণ আপনার ওই গোপন কথাটির কারণেই সেই ব্যক্তি আপনার ধ্বংসের কারণ হতে পারে৷ সেই কাছের ব্যক্তিটি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে৷
advertisement
চাণক্য মতে, প্রয়োজনের চেয়ে বেশি দৃঢ় মনোভাব পোষণ করলে গোটা বিশ্বই আপনাকে বোকা বানাবে৷
চাণক্য বলেছেন, কোনও কিছুর উপর লোভ করা যাবে না৷ কারণ লোভের কারণেই জীবনের গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হয়ে যায়৷ যার ফলে লাভের চেয়ে ক্ষতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে৷
জীবনে কোনও না কোনও সময় একাধিক সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে হয়৷ তবে সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য৷ তাহলেই দ্রুত সাফল্য আসবে জীবনে৷ অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ চাণক্যের এই গুরুত্বপূর্ণ নীতিগুলি অনুসরণ করলে আপনারও জীবন মুহূর্ত বদলে যাবে৷ নিজের শত্রুকেও খুব তাড়াতাড়ি চিনে নিতে পারবেন৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Chanakya Niti: চিনে নিন আপনার জীবনের সবচেয়ে বড় 'শত্রু'-কে, বলে দিতে পারে চাণক্য নীতি
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement