Relationship: ভালোবাসার ব্যাপারে এই কথা মাথায় রাখলে তা সার্থক হবে! দেখে নিন জন্মদিন মিলিয়ে
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
ভালোবাসার ক্ষেত্রে নিজেদের রাশি সম্পর্কে এই কয়েকটি বৈশিষ্ট্য জানা থাকলে আমাদের খানিকটা সুবিধেই হবে!
সম্পর্কে জড়ালে ভালো-মন্দ দুই রকমের অভিজ্ঞতাই আমাদের হয়। তবে ভালোবাসার ক্ষেত্রে নিজেদের রাশি সম্পর্কে এই কয়েকটি বৈশিষ্ট্য জানা থাকলে আমাদের খানিকটা সুবিধেই হবে!
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। ভালোবাসায় দুঃখ পেলেও এঁরা সামলে নিয়ে পুনরায় ভালোবাসতে জানেন। তাই বিশ্বাস হারানো চলবে না।
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। এঁরা পছন্দের মানুষকে সুখে রাখতে সবরকম চেষ্টা করেন। তবে উল্টোদিক থেকে সামান্য আঘাত পেলেও সরে দাঁড়ান। তার আগে সব দিক খতিয়ে দেখতে হবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এই রাশির অধিকারীরা সম্পর্কে ততটা সিরিয়াস নন। তবে একথা বলাবাহুল্য যে কোনও সম্পর্কই কিন্তু একতরফা হয় না। ফলে সম্পর্ক টিকিয়ে রাখতে এঁদের আরও মনোযোগী হতে হবে।
advertisement
কর্কট (Cancer): জুন ২১- জুলাই ২২। কর্কট জাতক-জাতিকাদের ইচ্ছের বিরুদ্ধে বা জোর করে কোনও সম্পর্কে থাকা উচিত নয়। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব সম্পর্ক ছেড়ে বেড়িয়ে আসা উচিত। না হলে তিক্ততা বাড়বে।
সিংহ (Leo): জুলাই ২৩- অগস্ট ২২। সম্পর্কের শুরুতে এঁদের তাড়াহুড়ো না করাই ভালো। পার্টনারকে ভালোভাবে জেনে-বুঝে নিয়ে তবে বিয়ের নিয়ে চিন্তা করা ভালো।
advertisement
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। কন্যা জাতক-জাতিকারা নিজেদের সম্পর্কের সঙ্গে অন্যদের তুলনা করতে পছন্দ করেন। তাঁদের বোঝা উচিত প্রতিটি সম্পর্কই অনন্য এবং সুন্দর।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। ভালোবাসার ক্ষেত্রে কাউকে সন্তুষ্ট করার দরকার নেই। যে ভালোবাসবে সে নিজে থেকে কাছের মানুষের গুরুত্ব বুঝতে পারবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। এঁরা অনেক সময়ে টক্সিক সম্পর্কে জড়িয়ে পড়েন। সেক্ষেত্রে পার্টনার যদি নিজেকে বদলাতে না পারেন তবে সম্পর্ক থেকে বেড়িয়ে আসাই ভালো।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। এই রাশির মানুষেরা তাঁদের সমস্ত মনোযোগ সম্পর্কের ওপর নিবদ্ধ রাখেন, ফলে জীবনের অন্যান্য ক্ষেত্রে অমনোযোগী হয়ে যান। এমন হলে সম্পর্কও টিঁকবে না।
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। পুরনো সম্পর্কের তিক্ততা মনে রেখে নতুন সম্পর্কে না জড়ানোর মানে হয় না। যদিও এঁরা সরাসরি না বললেও মনে মনে অন্যের প্রতি অনুরক্ত হন।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। এঁরা অনেক সময়ে কিছু বুঝে ওঠার আগেই হয়তো পছন্দের মানুষের সাক্ষাৎ পেয়ে যান এবং পরে বুঝতে পারেন সব ঘটনার পেছনেই কোনও না কোনও কারণ আছে। অতএব, বিচক্ষণের মতো সিদ্ধান্ত নিতে হবে।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। ইমোশনাল প্রকৃতির মীন জাতকরা সম্পর্কে অনেক সময়ে অত্যন্ত জেদি আবার কখনও কেয়ারিং হয়ে ওঠেন। সেটা নিয়ে চিন্তার কিছু নেই, সব সময়ে নিজের মতো থাকাই এঁদের জন্য ভালো। তবে খামখেয়ালি স্বভাব নিয়ন্ত্রণে রাখতে হবে।
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 05, 2021 6:01 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Relationship: ভালোবাসার ব্যাপারে এই কথা মাথায় রাখলে তা সার্থক হবে! দেখে নিন জন্মদিন মিলিয়ে