Akshaya Tritiya 2023: বৈশাখ শুরু, তাও চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় বিবাহের লগ্ন নেই! কিন্তু কেন? জানুন জ্যোতিষাচার্যের মতামত

Last Updated:

প্রতি বছর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বিপুল সংখ্যক মানুষ বিয়ে করেন। তবে এই বছরে অক্ষয় তৃতীয়া বিয়ের কোনও শুভ লগ্ন পড়েনি। বহু বছর বাদে এই যোগ তৈরি হয়েছে।

বৈশাখ শুরু, তাও চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় বিবাহের লগ্ন নেই! কিন্তু কেন? জানুন জ্যোতিষাচার্যের মতামত
বৈশাখ শুরু, তাও চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় বিবাহের লগ্ন নেই! কিন্তু কেন? জানুন জ্যোতিষাচার্যের মতামত
Reporter: Anup Paswan
কলকাতা: প্রতি বছর বৈশাখ শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উৎসব পালন করা হয়। চলতি বছরে আগামী ২২ এপ্রিল পড়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়াকে অনন্ত-অক্ষয়-অক্ষুণ্ণ ফলদায়ক হিসেবে গণ্য করা হয়। যা কখনও ক্ষয় হয় না, তাকে অক্ষয় বলা হয়। এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই দিনেই ভগবান বিষ্ণুর অবতার মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। আবার অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতেই মা গঙ্গার স্বর্গ থেকে পৃথিবীতে আগমন ঘটে। এখানেই শেষ নয়, এ-ও শোনা যায় যে, শ্রীহরি বিষ্ণুর অবতার ভগবান পরশুরাম অক্ষয় তৃতীয়ার দিনেই জন্মগ্রহণ করেছিলেন।
advertisement
অক্ষয় তৃতীয়ার দিনক্ষণ:
advertisement
চলতি বছর অক্ষয় তৃতীয়া থাকবে ২২ এপ্রিল, ২০২৩ তারিখ সকাল ৭টা ৪৯ মিনিট থেকে ২৩ এপ্রিল ২০২৩ তারিখ সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত। আর অক্ষয় তৃতীয়ার পুজোর শুভ মুহূর্ত পড়েছে ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত।
advertisement
শুভ দান এবং শুভ কাজ:
অক্ষয় তৃতীয়ার দিনে পাখা, চাল, লবণ, ঘি, চিনি, শাকসবজি, ফলমূল, তেঁতুল এবং কাপড় প্রভৃতি দান অত্যন্ত শুভ বলে বিশ্বাস করা হয়। এর পাশাপাশি যে কোনও নতুন কাজ, কেনাকাটা, বিয়ের জন্যও এই তিথিকে খুবই শুভ বলে মনে করা হয়। কারণ আগেই বলা হয়েছে যে, এই দিনটিকে স্বয়ংসিদ্ধ শুভ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয়। এই সমস্ত শুভ কাজ ছাড়াও সোনা ক্রয়, নতুন জিনিস কেনা, গৃহ প্রবেশ, নতুন অফিস অধিগ্রহণ, যানবাহন ক্রয়, ভূমি পূজা এবং নতুন ব্যবসার শুরু করার জন্য এই পবিত্র দিনটি একেবারে আদর্শ।
advertisement
চলতি বছরে বিয়ের লগ্ন পড়েনি:
প্রতি বছর অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বিপুল সংখ্যক মানুষ বিয়ে করেন। তবে এই বছরে অক্ষয় তৃতীয়া বিয়ের কোনও শুভ লগ্ন পড়েনি। বহু বছর বাদে এই যোগ তৈরি হয়েছে। কিন্তু কেন? জ্যোতিষাচার্যের মতে, আগামী ২৭ এপ্রিল পর্যন্ত অস্তমিত থাকবেন দেবগুরু বৃহস্পতি। আর তিনি অস্তমিত থাকাকালীন বিবাহ করা শাস্ত্রসম্মত নয়। এই কারণে চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিনে বিয়ের কোনও শুভ লগ্ন নেই। তাই বিয়ের জন্য শুভ সময় শুরু হচ্ছে আগামী ২৭ এপ্রিলের পরে।
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Akshaya Tritiya 2023: বৈশাখ শুরু, তাও চলতি বছরের অক্ষয় তৃতীয়ায় বিবাহের লগ্ন নেই! কিন্তু কেন? জানুন জ্যোতিষাচার্যের মতামত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement