News18 Survey: দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর বিশ্বদরবারে, বাণিজ্যিক পরিবেশেও তাৎপর্যপূর্ণ বিকাশ, বলছে নিউজ18-এর সমীক্ষা

Last Updated:

নিউজ18 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটার এবং ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন বিষয়ে একটি অনলাইন সমীক্ষা পরিচালনা করে এবং দর্শকদের প্রতিক্রিয়া জানার জন্য ভোট দিতে বলে। সেই সমীক্ষার ফলাফলে অনেক কিছুই উঠে এসেছে ৷

কলকাতা: কবি সেই কবেই লিখে গিয়েছিলেন- ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে! সেই কথা যে আক্ষরিক ভাবেই সত্যি হয়ে উঠেছে, তা ধরা দিল এবার নিউজ18-এর এক সমীক্ষায়। যেখানে দেশবাসী অকুণ্ঠে জানাতে দ্বিধা করেননি যে দেশের ভাবমূর্তি একদিকে যেমন বিশ্বের কাছে উজ্জ্বলতর হয়ে উঠেছে, তেমনই দেশের বাণিজ্যিক পরিবেশও হয়ে উঠেছে উন্নতির পরিপূরক।
কিছু দিন আগেই রাজধানীতে অনুষ্ঠিত হয়েছিল নিউজ18 দ্বারা আয়োজিত এক অভূতপূর্ব সংবর্ধনা সভা, যেখানে দেশের সেই সব নাগরিকদের শ্রদ্ধা জানানো হয়, যাঁরা তথাকথিত সাধারণ জীবনযাত্রার মধ্যেই অসাধারণকে রূপ দিয়েছেন। দেশের সেই সব নায়ককে লোকসমক্ষে নিয়ে আসে এই রাইজিং ইন্ডিয়া অনুষ্ঠান। নিউজ18-এর সঙ্গে এই সভার আয়োজনে সক্রিয় অংশগ্রহণ করেছিল পুনাওয়ালা ফিনকর্পও। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের উপস্থিতি আলোকোজ্জ্বল করেছিল এই আয়োজনকে।
advertisement
তার সূত্র ধরেই নিউজ১৮ সোশ্যাল মিডিয়ায় এক সমীক্ষার আয়োজন করে। রাইজিং ইন্ডিয়া সামিট-এর এই পর্বে সোশ্যাল মিডিয়া ইউজারদের কাছে প্রশ্ন রাখে নিউজ18। জানতে চাওয়া হয় যে দেশের বর্তমান ভাবমূর্তি এবং বাণিজ্যিক পরিবেশ নিয়ে কী ভাবছেন তাঁরা। ইউজারদের গর্বোচ্ছল উত্তর স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে দেশ কোনও অংশেই কারও থেকে পিছিয়ে নেই।
advertisement
advertisement
বিগত দশকে বিশ্বদরবারে যে দেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে ক্রমশ উজ্জ্বলতর হয়ে উঠেছে, তা ক্রমশই বাড়ছে লাফিয়ে লাফিয়ে, সেই মর্মে সহমত প্রকাশ করেছেন ৭৫ শতাংশ ইউজার, ২৫ শতাংশ যদিও তা অস্বীকার করেছেন- তাঁদের দাবি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অন্য দিকে, ট্যুইটারে এই সপক্ষে এবং বিপক্ষে মতামতের হার যথাক্রমে ৬৯.৮০ শতাংশ এবং ৩০.২০ শতাংশ।
advertisement
একই ভাবে যখন জানতে চাওয়া হয় বিগত দশকে দেশের বাণিজ্যিক পরিবেশের উন্নতি হয়েছে কি না, তার উত্তরে সদর্থক মত প্রকাশ করেছেন ইনস্টাগ্রামের ৫৮ শতাংশ ইউজার, জানিয়েছেন যে তার তাৎপর্যপূর্ণ বিকাশসাধন হয়েছে। ২৮ শতাংশ যদিও তা মেনে নিতে চাননি, ১৪ শতাংশ জানিয়েছেন যে বাণিজ্যে লাল বাতি জ্বলার হার কমলেও বৈশ্বিক পরিপ্রেক্ষিতে তা ধুঁকছে। ট্যুইটারে যথাক্রমে এই দৃষ্টিকোণ থেকে ভোট পড়েছে ৬৭.২০ শতাংশ, ২৬.৬০ শতাংশ এবং ৬.৩০ শতাংশ।
advertisement
পাশাপাশি, শিল্পক্ষেত্রের অবকাঠামো সম্পর্কেও ইউজারদের মতামত চাওয়া হয় এই সমীক্ষায়, জানতে চাওয়া হয় ২০১৪ সালের পর থেকে এই খাতে অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয়েছে কি না! ইনস্টাগ্রামে ৮৫ শতাংশ ইউজার সপক্ষে এবং ১৫ শতাংশ বিপক্ষে রায় দেন। একই ভাবে ট্যুইটারে ২৯.৪০ শতাংশ নেতিবাচক মতকে হারিয়ে শিল্পক্ষেত্রের অবকাঠামোর উন্নতিসাধনের প্রমাণ দেয় ৭০.৬০ শতাংশ নাগরিকের বলিষ্ঠ ঐকমত্য।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
News18 Survey: দেশের ভাবমূর্তি উজ্জ্বলতর বিশ্বদরবারে, বাণিজ্যিক পরিবেশেও তাৎপর্যপূর্ণ বিকাশ, বলছে নিউজ18-এর সমীক্ষা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement