Zodiac sign: এই চার রাশির জাতক-জাতিকার মানসিক শক্তিই সাফল্যের কারণ

Last Updated:

Zodiac sign: মানসিক ভাবে শক্তিশালী হওয়া মানে শুধুমাত্র মনকে নিয়ন্ত্রণ করা নয়, আরো ক্ষেত্রেই এর গুরুত্ব রয়েছে।

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

অনেক জায়গা থেকে সারপ্রাইজ মিললেও তা পছন্দ না-ও হতে পারে। নিজের ক্রোধকে সম্বরণ করতে হবে।

লাকি সাইন– একটি কাচের জার
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। অনেক জায়গা থেকে সারপ্রাইজ মিললেও তা পছন্দ না-ও হতে পারে। নিজের ক্রোধকে সম্বরণ করতে হবে। লাকি সাইন– একটি কাচের জার
#কলকাতা: মন আমাদের অস্ত্র। যদিও আমাদের মধ্যে খুব কম মানুষই জানেন কী ভাবে এটির সঠিক ব্যবহার করতে হয় (Zodiac sign)। যাঁরা মানসিক ভাবে শক্তিশালী হন, তাঁরা নিজেদের মনকে নিজেদের পথে পরিচালিত করতে এবং তাঁদের ক্ষমতার সেরা গুণটিকে ব্যবহার করতে সক্ষম হন। মানসিক ভাবে শক্তিশালী(Zodiac sign) হওয়া মানে শুধুমাত্র মনকে নিয়ন্ত্রণ করা নয়, আরও অনেক ক্ষেত্রেই এর গুরুত্ব রয়েছে।
মানসিক ভাবে শক্তিশালী এক জন ব্যক্তি জানেন যে, সব সময় সবাইকে খুশি করা সম্ভব নয়, তাই সঠিক স্থানের সঠিক ব্যবহারে এঁরা পারদর্শী। তাঁরা কখনওই তাঁদের মনের কথা বলতে ভয় পান না এবং সর্বদা নিজেদের সম্পর্কে আত্মবিশ্বাসী হন(Zodiac sign)। অন্যের সমালোচনা গ্রহণ করতেও এঁরা পিছপা হন না।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
সিংহ রাশির(Zodiac sign) জাতক-জাতিকারা মানসিক ভাবে খুব শক্তিশালী। এঁরা সাধারণত কঠিন মনের মানুষ হন। স্বভাবে নির্ভীক এবং খানিকটা উগ্র প্রকৃতির। এমন ঘটনা খুবই বিরল যে, এক জন সিংহ রাশির মানুষ সহজেই অন্যের সমালোচনায় মানসিক ভাবে ভেঙে পড়ছেন। এঁরা নিজেদের মূল্য জানেন এবং সব সময় মানসিক ভাবে শক্তিশালী থাকেন। সুতরাং, যদি কখনও সিংহ রাশির মানুষকে ভেঙে পড়তে দেখা যায়, তবে বুঝতে হবে যে, ওই ব্যক্তি তীব্র বা ভয়ানক কোনও ঘটনার দ্বারা আঘাত প্রাপ্ত।
advertisement
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
বৃশ্চিক এমন একটি রাশি(Zodiac sign), আমাদের আলোচনার তালিকাতেই স্থান করে নেয়। কৌশলী মনোভাবাপন্ন হওয়া থেকে শুরু করে মানসিকভাবে শক্তিশালী ও সংযত হওয়া পর্যন্ত, বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তাঁদের চরিত্রে নানান ধরনের মুখোশ বাধিয়ে রাখতে সিদ্ধহস্ত। এই রাশির মানুষেরা জানেন, কী ভাবে তাঁদের তীব্র আবেগ নিয়ন্ত্রণ করতে হয় এবং এঁরা সর্বদা আত্মবিশ্বাসে পূর্ণ থাকেন। প্রতিযোগীরা এঁদের সম্পর্কে কী বলছেন বা ভাবছেন, সেই বিষয়ে সব কিছু জেনেও এঁরা সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দেন বা বিন্দুমাত্র প্রভাবিত হন না। এই বৃশ্চিকদের অন্য রাশি থেকে আলাদা করে রাখে।
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
কুম্ভ রাশির মানুষেরাও মানসিক ভাবে শক্তিশালী(Zodiac sign)। এঁনারা জানেন কী ভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও নিজেকে সামলে নিতে হয়। কুম্ভ রাশির জাতক-জাতিকারা তাঁদের ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী এবং কখনই নিজেদের মতামত প্রকাশ করতে ভয় পান না, তাতে অন্য কারোর পছন্দ হোক বা না হোক।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০
বৃষ রাশির জাতক-জাতিকারাও অনেকটা কুম্ভ রাশির মতো(Zodiac sign)। এঁনারাও নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন মানসিক ভাবে শক্তিশালী বৃষরা নিজেদের মনের কথা অকপটে সকলের সামনে তুলে ধরতে ভয় পান না। এঁরা আশাবাদী এবং সহজেই ভালো সিদ্ধান্ত নিতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Zodiac sign: এই চার রাশির জাতক-জাতিকার মানসিক শক্তিই সাফল্যের কারণ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement