Alipurduar News: মাদারিহাট এলাকায় এক বৃদ্ধকে পিষে মারল হাতি
- Published by:Soumabrata Ghosh
- hyperlocal
Last Updated:
হাতি পিষে মারল এক বৃদ্ধকে। সোমবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ির হলং বস্তিতে।জানা যায় ওই বৃদ্ধের বাড়ির উঠোনেই এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম বাবলু মির্ধা। তার বয়স ৬৫ বছর।
#আলিপুরদুয়ারঃ হাতি পিষে মারল এক বৃদ্ধকে। সোমবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাদারিহাটের পূর্ব খয়েরবাড়ির হলং বস্তিতে।জানা যায় ওই বৃদ্ধের বাড়ির উঠোনেই এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম বাবলু মির্ধা। তার বয়স ৬৫ বছর। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টা নাগাদ জলদাপাড়া জঙ্গল থেকে বেড়িয়ে একটি দাঁতাল হাতি চলে আসে হলং বস্তিতে। হাতির উপস্থিতি টের পেয়ে যান স্থানীয় বাসিন্দা সঞ্জয় মির্ধা নামে এক যুবক। ঘরের বাইরে বেড়িয়ে এসে তিনি প্রতিবেশী অম্রিত লামাকে ডাকতে যান।
ঘর থেকে বেড়িয়ে আসেন সঞ্জয়ের বাবা বাবলু মির্ধাও। আর সেই সময়ই বাবলুবাবু পড়ে যান দাঁতালের সামনে। আর মুহূর্তেই দাঁতাল তার তাঁর ওপর আক্রমণ করে। হাতিটি পাশের বাড়ির উঠোনে প্রথমে তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। পরে দাঁতালটি দৌড়ে এসে পা দিয়ে পিষে দেয় বাবুল মির্ধাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলু মির্ধার। এরপরই প্রতিবেশীরা ঘটনাস্থলে আসতেই উন্মত্ত হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে জানা গিয়েছে ওই পরিবার সরকারি নিয়মে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন।
advertisement
আরও পড়ুনঃ ফের মুল্যবান কাঠ পাচারের ছক! ভেস্তে দিলেন বনকর্মীরা
পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এই ঘটনার পর আতঙ্কিত সকলেই। টাস্ক ফোর্স গঠিত হয়েছে ঠিকই।কিন্তু হাতি গ্রামে প্রবেশ করলে তাদের দেখা মেলেনা কেন? প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। হাতিগুলি যখন তখন গ্রামে ঢুকে পড়ে। এভাবে যদি হাতি প্রতিনিয়ত আক্রমণ চালাতে থাকে তাহলে অন্যত্র তাদের চলে যেতে হবে বলে জানিয়েছেন তারা।
advertisement
advertisement
Annanya Dey
Location :
First Published :
December 20, 2022 8:23 PM IST