Alipurduar News: ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু ইউএসজি পরিষেবা

Last Updated:

পুজোর মুখে খুশির খবর ফালাকাটাতে। হাসপাতালে মিলছে ইউএসজি পরিষেবা। খুশি ফালকাটা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষেরা। স্বাস্থ্যক্ষেত্রে নতুন পালক যুক্ত হল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে।

+
title=

#আলিপুরদুয়ার : পুজোর মুখে খুশির খবর ফালাকাটাতে। হাসপাতালে মিলছে ইউএসজি পরিষেবা। খুশি ফালকাটা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষেরা। স্বাস্থ্যক্ষেত্রে নতুন পালক যুক্ত হল ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালে চালু হল আল্ট্রাসোনোগ্রাফি (ইউএসজি) পরিষেবা। সুপার স্পেশালিটি হাসপাতাল চালুর ৬ বছরের মাথায় ইউএসজি পরিষেবা চালু হওয়ায় খুশি ফালাকাটার বাসিন্দারা। ফিতে কেটে পরিষেবা চালু করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। হাসপাতালের একটি ঘরে এই পরিষেবা এদিন চালু করা হয়।
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ফালাকাটায় ইউএসজি চালু হওয়ায় বিস্তীর্ণ এলাকার মানুষ এই পরিষেবা পাবেন। সপ্তাহে রোজ দিন করে এখানে ইউএসজি করা হবে। এর জন্য একজন রেডিওলজিস্ট নিয়োগ করা হয়েছে। ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে জানা যায়,সপ্তাহে দিন ইউএসজি করা হবে। নির্দিষ্ট দিনে ৩০ থেকে ৪০ জনকে ইউএসজি করা হবে।
advertisement
আরও পড়ুনঃ ফের পোরো এলাকায় পথ দুর্ঘটনা! আশঙ্কাজনক এক
পুজোর পর হাসপাতালে আরও বেশকিছু পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৬ সালে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতাল চালু হয়। কিন্তু এখনও পর্যন্ত এখানে সব ধরনের পরিষেবা মেলেনা বলে অভিযোগ। এর অন্যতম কারণ অবশ্য চিকিৎসক সংকট, টেকনিশিয়ানের অভাব। ফলে এখনও পর্যন্ত অনেক পরিষেবা চালুর পরেও বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্কুলের মাঠে চলছে অসামাজিক কাজ! অতিষ্ঠ পড়ুয়া ও শিক্ষকেরা, নির্বিকার প্রশাসন
যদিও সম্প্রতি সুপার স্পেশালিটি হাসপাতালে ২৪ ঘণ্টা অপারেশন পরিষেবা, চক্ষু অপারেশন সহ রক্তের একাধিক পরীক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। এবার ইউএসজি পরিষেবাও চালু হল হাসপাতালে।ফালাকাটা গ্রামীণ হাসপাতালের পিছনেই জায়গাতেই তৈরি হয়েছে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। শুধু ফালাকাটা ব্লক নয়, বর্তমানে এই হাসপাতালের বহির্বিভাগের উপর নির্ভর করেন কোচবিহার জেলার মাথাভাঙা ব্লকের বড় শৌলমারি, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত আলিপুরদুয়ার নম্বর ব্লকের হাজার হাজার মানুষ।
advertisement
 
 
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে চালু ইউএসজি পরিষেবা
Next Article
advertisement
Hong Kong Fire Update: মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
মৃত বেড়ে ১২৮, এখনও নিখোঁজ দুশো! হংকংয়ের বহুতলে কীভাবে বিধ্বংসী আগুন, শুরু তদন্ত
  • হংকংয়ের বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১২৮৷

  • এখনও নিখোঁজ প্রায় দুশো জন৷

  • কীভাবে লাগল আগুন, শুরু তদন্ত৷

VIEW MORE
advertisement
advertisement