Alipurduar News: ফের পোরো এলাকায় পথ দুর্ঘটনা! আশঙ্কাজনক এক

Last Updated:

কালচিনি ব্লকের পোরো এলাকায় পথ দুর্ঘটনা আহত পাঁচজন। এদের মধ‍্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে কালচিনি ব্লকের পোরো এলাকায় জাতীয় সড়কে একটি ছোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে পালটে যায়।

#আলিপুরদুয়ার : কালচিনি ব্লকের পোরো এলাকায় পথ দুর্ঘটনা আহত পাঁচজন। এদের মধ‍্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুরে কালচিনি ব্লকের পোরো এলাকায় জাতীয় সড়কে একটি ছোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে পালটে যায়। যার ফলে গাড়িতে থাকা পাঁচজন কমবেশি আহত হন। আহতদের লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ‍্যে ২১ বর্ষীয় পবন দাসের অবস্থা আশঙ্কাজনক তাকে আলিপুরদুয়ার হাসপাতালে রেফার করা হয়েছে। পোরো এলাকা দিন প্রতিদিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। পুজোর আগে ভয়াবহ দুর্ঘটনায় সোমবার প্রাণ গেল একই পরিবারের তিন ব্যক্তির। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ৩১ সি জাতীয় সড়কে পোরো এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় এক শিশু সহ দুই জন জখম মৃত তিন জন।
সোমবার সকালে শিলিগুড়ি থেকে কামাখ্যাগুড়ি গামী একটি ছোটো গাড়ির সঙ্গে অসমের দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ছোটো গাড়িতে থাকা পাঁচ জন মারাত্মক ভাবে জখম হন। ঘটনার খবর পেয়ে কালচিনি পুলিশ হাসিমারা দমকল কর্মীরা সেখানে পৌঁছান। এরপরেই শুরু হয় উদ্ধারকাজ। রীতিমতো গাড়ির দরজা কেটে আহতদের উদ্ধার করা হয়। এরপর তাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আলিপুরদুয়ার হাসপাতালে তিন জনের মৃত্যু হয়। যারা প্রত্যেকে পুরুষ। ট্রাকটিকে পুলিশ আটক করেছে। ট্রাকের চালক পলাতক।
advertisement
আহতরা বর্তমানে কোচবিহারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায় তিন ব্যক্তি এক পরিবারের। মৃতের মধ্যে একজন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রয়েছে। জানা যায় তারা তাদের বাবার দেহ নিয়ে শিলিগুড়ি থেকে কামাখ্যাগুড়িতে ফিরছিলেন।তাদের বাবার দেহ আগে অ‍্যাম্বুলেন্সে ছিল। তাদের গাড়ি পেছনে ছিল।অ‍্যাম্বুলেন্সটি এগিয়ে গেলে। তারা পেছনে পরে যান।আকস্মিকভাবে এই দুর্ঘটনা ঘটে।
advertisement
advertisement
 
ঘটনায় শোকের ছায়া কামাখ্যাগুড়িতে। এর আগেও সাতসকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়এক মহিলার। সকালে দুর্ঘটনাটি ঘটেছে ৩১ সি জাতীয় সড়কের মেন্দাবাড়ির মন্থরাম এলাকায়। যা পোরো এলাকা থেকে প্রায় ২কিমি আগে। ঘটনায় আহত হন আরও ৪। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িগামী একটি বাস মন্থরাম এলাকায় যাত্রী নামানোর জন্য দাঁড়িয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ স্কুলের মাঠে চলছে অসামাজিক কাজ! অতিষ্ঠ পড়ুয়া ও শিক্ষকেরা, নির্বিকার প্রশাসন
অভিযোগ, আলিপুরদুয়ারের দিক থেকে আসা একটি ছোট গাড়ি বাসটির পেছনে সজোরে ধাক্কা মারলে ছোট গাড়ির চালক সহ জন গুরুতর জখম হন। খবর পেয়ে কালচিনি থানার অধীন নিমতি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক মহিলা যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিমতি ফাঁড়ির পক্ষ থেকে দুর্ঘটনাগ্ৰস্থ গাড়ি দুটি আটক করা হয়। বাস চালককেও আটক করা হয়।
advertisement
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: ফের পোরো এলাকায় পথ দুর্ঘটনা! আশঙ্কাজনক এক
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement