Alipurduar News: বন্দে ভারত ছোটার আগেই নতুন রূপে সেজে উঠবে ফালাকাটা

Last Updated:

ফালাকাটা স্টেশনের উপর দিয়ে ছুটে যাবে দ্রুতগতির বন্দে ভারত এক্সপ্রেস। তার আগেই নতুন রূপে ফালাকাটা স্টেশন সেজে উঠবে বলে ঘোষণা করলেন রেলের জিএম

+
title=

আলিপুরদুয়ার: বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার আগেই ফালাকাটা স্টেশনের উন্নতি করা হবে বলে জানালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার অনসুল গুপ্তা। এই উদ্দেশ্যে তিনি ফালাকাটা স্টেশনের পরিকাঠামো এবং যাত্রী সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখেন।
জিএম অনসুল গুপ্তা ফালাকাটা স্টেশনে স্পেশাল ট্রেনে চেপে আসেন। আলিপুরদুয়ারের ডিআরএম দিলীপ কুমার সিং সহ রেলের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা তাঁর সঙ্গে ছিলেন। তাঁরা স্টেশনের বিভিন্ন কাজ খতিয়ে দেখেন। এমনকি স্টেশনের মধ্যে থাকা খাবারের স্টল, টিকিট কাউন্টার কন্ট্রোল রুম সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন। এদিকে জেনারেল ম্যানেজারকে হাতের কাছে পেয়ে ফালাকাটা ব্যবসায়ী সমিতি, ফালাকাটা যাত্রী পরিবহণ সুরক্ষা কমিটি সহ কয়েকটি সংগঠন বিভিন্ন দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তাঁর হাতে তুলে দেয়।
advertisement
advertisement
জিএম অনসুল গুপ্তা শিশুদের জন্য তৈরি রেল উদ্যানের উদ্বোধন করেন। ফালাকাটা সফর নিয়ে তিনি বলেন, "আমি বেশ কিছু স্টেশন ঘুরে দেখলাম। যাত্রী সুরক্ষার দিক খতিয়ে দেখা হল। যাত্রীরা সঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা বা কতটা ভালোভাবে পরিষেবা দেওয়া যায় তা দেখা হল। অমৃত ভারত কর্মসূচিতে ফালাকাটা স্টেশনকে আপগ্রেডেশন করার কাজ খুব শীঘ্রই শুরু হবে।বেশকিছু ট্রেন স্টপেজের দাবি জানানো হয়েছে বিভিন্ন সংগঠনের তরফে। তার মধ্যে কয়েকটি ট্রেন খুব শীঘ্রই চালু হয়ে যাবে বা স্টপেজের ব্যবস্থা করা হচ্ছে। বাকি দাবিগুলো আমরা উপরমহলে পাঠিয়ে দেব। বেশ কিছু নতুন পরিকল্পনা এবং উপহার রয়েছে যাত্রীদের জন্য, তা সময়মত সকলে জানতে পারবেন। আরও কিছু নতুন ট্রেন চালানোর কাজ চলছে, তার মধ্যে অন্যতম বন্দেভারত এক্সপ্রেস। কিছুদিন পর‌ই বন্দেভারত এক্সপ্রেস চালু হয়ে যাবে।"
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বন্দে ভারত ছোটার আগেই নতুন রূপে সেজে উঠবে ফালাকাটা
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement