Alipurduar: ফালাকাটার ধুলাগাঁও-তে আগুনে ভস্মীভূত দুটি দোকান

Last Updated:

পুজোর আগে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা ব্লকে ধুলাগাঁও বাজার এলাকায়। সর্বশান্ত দুই ব্যবসায়ী।

+
title=

#আলিপুরদুয়ার : পুজোর আগে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ফালাকাটা ব্লকে ধুলাগাঁও বাজার এলাকায়। সর্বশান্ত দুই ব্যবসায়ী। জানা গিয়েছে, মঙ্গলবার ভোর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ধুলাগাঁও এলাকার দুটি দোকান। আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের ধুলাগাঁও বাজার এলাকায় ওই অগ্নিকান্ডে পুড়ে গিয়েছে একটি মুদি দোকান ও একটি কাপড়ের দোকান। ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। ওই দোকান দুটির কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। মুদি দোকানের মালিক রঞ্জন মিত্র বলেন, অন্যান্য দিনের মতো গতকাল রাতে দোকান বন্ধ করা হয়। স্থানীয়রা ভোরে খবর দেয় দোকানে আগুন লাগার বিষয়ে।
 
 
advertisement
খবর শুনে তিনি বাজারে ছুটে আসেন কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছে।আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে দোকানের সব কিছু।পুজোর মুখে দোকান ভস্মীভূত হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা।পুজো উপলক্ষ্যে কাপড়ের দোকানে নতুন কাপড় কিছু এনেছিলেন অপর এক ব্যবসায়ী।বিক্রির আগেই সব শেষ হয়ে গেল বলে জানান তিনি। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিটের কারণে এই পরিস্থিতি হতে পারে। এত বড় ক্ষতি সত্যি মেনে নেওয়া যায় না।
advertisement
 
গত সাতমাস আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ফালাকাটায়। গভীর রাতে উমাচরণপুর এলাকায় আগুন লাগে। ভস্মীভূত হয়ে যায় বলরাম রায় চৌধুরী এবং মদন রায় চৌধুরী নামে দুই ভাইয়ের তিনটি দোকান এবং গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলস্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী এক ব্যক্তি বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন তারা। সেইসময় প্রথম আগুন দেখতে পান। আশেপাশে এবং ব্যবসায়ীর বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়।
advertisement
 
খবর পেয়ে ফালাকাটা এবং জয়গাঁ থেকে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় এবং দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও দমকল দেরিতে পৌঁছোনোয় ক্ষোভ ছড়ায় এলাকাবাসীর মধ্যে। শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল। জানা গিয়েছে,সেসময় অগ্নিকাণ্ডে ৩০ লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছিল।
advertisement
 
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: ফালাকাটার ধুলাগাঁও-তে আগুনে ভস্মীভূত দুটি দোকান
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement