Alipurduar: করম পুজোর আনন্দে মাতোয়ারা জেলার বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়

Last Updated:

মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান এলাকায় পালিত হল আদিবাসী সম্প্রদায়ের করম পুজো। প্রথা মেনে বুধবার সকালে করম বিসর্জন আয়োজিত হল।

+
title=

#আলিপুরদুয়ারঃ মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান এলাকায় পালিত হল আদিবাসী সম্প্রদায়ের করম পুজো। প্রথা মেনে বুধবার সকালে করম বিসর্জন আয়োজিত হল। মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার মালঙ্গী, ভার্ণাবাড়ি, সুভাষিনি, দলসিংপাড়া, আটিয়াবাড়ি, মাদারিহাট সহ বিভিন্ন এলাকায় করম পুজো আয়োজিত হয়। আলিপুরদুয়ার জেলার প্রতিটি চা বলয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ‍্য দিয়ে করম পুজোর আয়োজন করেন ব্রতীরা। বোনেরা ভাইদের দীর্ঘায়ু কামনায় করম পুজো করে থাকেন। বুধবার সকালে করম বিসর্জন হল। বুধবার সকালে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদীতে করম বিসর্জন আয়োজিত হয়। ডীমা নদীতে করম বিসর্জন হয়। মঙ্গলবার রাতে মালঙ্গী এলাকায় করম পুজোর আনন্দে মেতে ওঠেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা এবং পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।
 
 
advertisement
 
করম পুজো কী?
 
প্রতি বছর ভাদ্র মাসের শুক্ল একাদশী তিথিতে করম পরব উৎসব হয়ে থাকে। উৎসবের সাতদিন আগে মেয়েরা ভোরবেলায় শালের দাঁতন কাঠি ভেঙে নদী বা পুকুরে স্নান করে বাঁশ দিয়ে বোনা ছোট টুপা ডালায় বালি দিয়ে ভর্তি করেন। তারপর গ্রামের প্রান্তে একস্থানে ডালাগুলিকে রেখে জাওয়া গান গাইতে গাইতে তিন পাক ঘোরেন। এরপর তাতে তেল হলুদ দিয়ে মটর, মুগ, বুট, জুনার কুত্থির বীজ মাখানো হয়। অবিবাহিত মেয়েরা স্নান করে ভিজে কাপড়ে ছোট শাল পাতার থালায় বীজগুলিকে বুনে দেন তাতে সিঁদুর কাজলের তিনটি দাগ টানা হয়, যাকে বাগাল জাওয়া বলা হয়। এরপর ডালাতে টুপাতে বীজ বোনা হয়। এরপর প্রত্যেকের জাওয়া চিহ্নিত করার জন্য কাশকাঠি পুঁতে দেওয়া হয়। একে জাওয়া পাতা বলা হয়। যে ডালায় একাধিক বীজ পোঁতা হয়, তাকে সাঙ্গী জাওয়া ডালা এবং যে ডালায় একটি বীজ পোঁতা হয়, তাকে একাঙ্গী জাওয়া ডালা বলা হয়।
advertisement
 
 
 
করম পুজোর নিয়ম
 
advertisement
দিনের স্নান সেরে পাঁচটি ঝিঙাপাতা উলটো করে বিছিয়ে প্রতি পাতায় একটি দাঁতনকাঠি রাখা হয়। পরদিন গোবর দিয়ে পরিষ্কার করে আলপনা দেওয়া হয় দেওয়ালে সিঁদুরের দাগ দিয়ে কাজলের ফোঁটা দেওয়া হয়। পুরুষেরা শাল গাছের ডাল বা ছাতাডাল সংগ্রহ করে আনেন। গ্রামের বয়স্কদের একটি নির্দিষ্ট করা স্থানে দুইটি করম ডাল এনে পুঁতে রাখা হয়, যা সন্ধ্যার পরে করম ঠাকুর পূজিত হন।
advertisement
 
কুমারী মেয়েরা সারাদিন উপোষ করে সন্ধ্যার পরে থালায় ফুল, ফল সহকারে নৈবেদ্য সাজিয়ে এই স্থানে গিয়ে পুজো করেন। এরপর সারারাত ধরে নাচ গান চলে। পরদিন সকালে মেয়েরা জাওয়া থেকে অঙ্কুরিত বীজগুলিকে উপড়ে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে বাড়িতে বিভিন্ন স্থানে সেগুলিকে ছড়িয়ে দেন। এরপর করম ডালটিকে জলে ভাসিয়ে দেওয়া হয়।
advertisement
 
 
 
Annanya Dey
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: করম পুজোর আনন্দে মাতোয়ারা জেলার বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement