Alipurduar News: বেতন না পেয়ে শ্রমিক বিক্ষোভ কালচিনি চা বাগানে

Last Updated:

বেতন প্রদানের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিক অসন্তোষ ছড়াল বৃহস্পতিবার। ম‍্যানেজার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হল কালচিনি চা বাগানের শ্রমিকরা। গত ১০ ডিসেম্বর কালচিনি চা বাগানের শ্রমিকদের বেতন প্রদানের দিন ছিল।

+
title=

#আলিপুরদুয়ার : বেতন প্রদানের দাবিতে কালচিনি চা বাগানে শ্রমিক অসন্তোষ ছড়াল বৃহস্পতিবার। ম‍্যানেজার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হল কালচিনি চা বাগানের শ্রমিকরা। গত ১০ ডিসেম্বর কালচিনি চা বাগানের শ্রমিকদের বেতন প্রদানের দিন ছিল। কিন্ত সেদিন বেতন প্রদান করা হয়নি বলে অভিযোগ। ১৫ ডিসেম্বর হয়ে গেলেও শ্রমিকরা বেতন পায়নি। যার ফলে ছড়ায় অসন্তোষ। বেতন প্রদানের দাবিতে এদিন কাজের পর থেকে শ্রমিকরা কালচিনি চা বাগানের ফ‍্যাক্টরি সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে।
শ্রমিকরা জানান কালচিনি চা বাগান শ্রমিকদের প্রাপ‍্য কোনো সুযোগ সুবিধা প্রদান করেনা। শুধুমাত্র বেতন সঠিক সময়ে চেয়েছিলেন তারা।আর সেই বেতনটুকু প্রদান করতে টালবাহানা করছে চা বাগান কর্তৃপক্ষ। এদিন প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ চলে। পরবর্তীতে বাগান কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়। শ্রমিকরা জানান তারা আশ্বাস পেয়েছেন আগামীকাল বেতন পাওয়ার।
আরও পড়ুনঃ ফের মুল্যবান কাঠ পাচারের ছক! ভেস্তে দিলেন বনকর্মীরা
তাই বিক্ষোভ তুলে নিলেন। বেতন না মিললে শুরু হবে ফের আন্দোলন। কালচিনি চা বাগানের ডেপুটি ম‍্যানেজার ইরফান আলি জানান, আমরা চেষ্টা করছি খুব শীঘ্র বেতন প্রদান করার। আগামীকাল সব ঠিক থাকলে বেতন পেয়ে যাবে শ্রমিকরা। "সম্প্রতি কোহিনুর চা বাগান বন্ধ হয়েছে বেতন প্রদানের দিন। এই রুগ্ন চা বাগানটি ফের বন্ধ হয়ে যাবে না তো? প্রশ্ন শ্রমিকদের মুখে মুখে। আতঙ্কে দিন কাটছে তাদের।
advertisement
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: বেতন না পেয়ে শ্রমিক বিক্ষোভ কালচিনি চা বাগানে
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement