Alipurduar News: সোহরাই উৎসবে মেতে উঠেছে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, টানা পাঁচ দিন কাটবে নাচে-গানে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
সাঁওতাল সম্প্রদায় তাদের বাৎসরিক সোহরাই উৎসবে মেতে উঠেছে। টানা পাঁচ দিন ধরে চলবে আদিবাসী সম্প্রদায়টির এই বিশেষ পরব
আলিপুরদুয়ার: সাঁওতাল সম্প্রদায়ের মকর সংক্রান্তি পালিত হচ্ছে আলিপুরদুয়ারের গ্রামে গ্রামে। সাঁওতালি ভাষায় দেবতাকে বলেন ‘বোংগা‘। আর তাঁদের প্রধান দেবতা হলেন ‘মারাং বুরু‘। সাঁওতালদের এই মকর সংক্রান্তির পরবকে বলে সোহরাই উৎসব। পাঁচদিন ধরে এই উৎসব পালিত হয়।
প্রথা মেনে এই বছরের সোহরাই উৎসব অনুষ্ঠিত হচ্ছে কালচিনি ব্লকের দলসিংপাড়াতে। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে দলসিংপাড়া স্টেশনলাইন এলাকায় এই সোহরাই পরব আয়োজন করা হয়।
ভারত জাকাত মাঝি পরগনা মহল সংগঠনের জেলা সভাপতি গোবিন্দ মারাণ্ডি জানান, এই উৎসবে মূলত প্রকৃতির পুজো করা হয়। যেখানে শিংবোমার পুজো এবং মারাং বুরু-র পুজো হয় । শিংবোমা হলেন সূর্য আর মারাং বুরু হচ্ছে তাদের পাহাড়-জঙ্গল, প্রকৃতির প্রতীক। এছাড়া প্রতিটি সাঁওতাল পরিবারের ঘরে মাঝে পুজো হয়। যার মাধ্যমে তাঁরা পূর্ব পুরুষদের স্মরণ করেন।
advertisement
advertisement
সাঁওতালরা মারাং বুরু কে জন্ম-মৃত্যুরও দেবতা মনে করেন। তাঁদের গৃহদেবতার নাম ‘আবগে বোংগা‘। আদিবাসীদের মধ্যে সাঁওতালরা এমনিতে খুবই আবেগপ্রবণ এবং উচ্ছ্বাসপ্রিয় জাতি। বিভিন্ন পুজো পার্বণ ও সামাজিক উৎসবে তারা নাচ-গানে মেতে ওঠে। প্রকৃতির সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক রয়েছে। এরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সাঁওতালদের বার্ষিক উৎসবের নাম সোহরাই। এই উৎসবে মেয়েরা দলবদ্ধভাবে নাচে। শীতের শেষে যখন বনে ফুল ফোটে তখন এরা বাহা উৎসব উদযাপন করে।
advertisement
অনন্যা দে
Location :
Kolkata,West Bengal
First Published :
January 30, 2023 7:43 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: সোহরাই উৎসবে মেতে উঠেছে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, টানা পাঁচ দিন কাটবে নাচে-গানে