Alipurduar News: প্রত‍্যন্ত এলাকার পড়ুয়াদের আধুনিক শিক্ষার দিশা, চা বাগানে চালু স্মার্ট লাইব্রেরি

Last Updated:

ডুয়ার্সের চা বাগানের ছেলেমেয়েদের আধুনিক শিক্ষার সুযোগ দিতে আলিপুরদুয়ার জেলার প্রতিটি ব্লকে চালু হল স্মার্ট লাইব্রেরি

+
title=

আলিপুরদুয়ার: এবার সরকারি চাকরির প্রস্তুতি নিতে আর ছুটতে হবে না জেলার বাইরে। স্মার্ট লাইব্রেরির সহজেই চাকরির পরীক্ষার প্রস্তুতি ছাড়তে পারবে ডুয়ার্সের ছেলেমেয়েরা। তাদের কথা ভেবে প্রত্যন্ত এলাকায় ‘ডুয়ার্স দিশা’ প্রকল্পের মাধ্যমে চালু করা হল এই স্মার্ট লাইব্রেরি।
ডুয়ার্সর চা বাগান সহ বিভিন্ন এলাকায় থাকা পুরনো লাইব্রেরিগুলোকে নতুন করে সংস্কার করে স্মার্ট লাইব্রেরির রূপ দিল আলিপুরদুয়ার জেলা প্রশাসন। প্রকল্পের নাম ডুয়ার্স দিশা। এই প্রকল্পের মাধ‍্যমে প্রথাগত লাইব্রেরির ধ্যান ধারণাই একেবারে বদলে গিয়েছে জেলাবাসীর কাছে। এখানে শুধু বই পড়াই নয়, সঙ্গে থাকছে আধুনিক পঠন পাঠনের ব্যবস্থা। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য জেলার প্রতিটি ব্লকে এই লাইব্রেরিগুলোই আগামী দিনে হয়ে উঠবে চাকরি প্রার্থীদের একমাত্র সহায়তা কেন্দ্র, এমন‌ই দাবি জেলা প্রশাসনের। স্মার্ট লাইব্রেরি থেকেই শিক্ষা নিয়ে জেলার প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা উজ্বল ভবিষৎ গড়ে তুলতে পারবে সহজেই। এই লাইব্রেরিগুলোতে প্রথগত বই পড়ার পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের জন্য থাকছে অনলাইন স্মার্ট ক্লাসের ব্যবস্থা। যে কোনও সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হ‌ওয়ার জন্য শিক্ষার্থীদের বিশেষ কোচিং দেওয়া হবে এই লাইব্রেরিতে। এই বিষয়ে জেলা প্রশাসনকে সাহায্য করতে এগিয়ে এসেছে সমাজসেবী প্রতিষ্ঠান ‘মানবিক মুখ’। তারা জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে জেলাজুড়ে আধুনিক শিক্ষার প্রসারে কাজ করে চলছে।
advertisement
advertisement
এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলার মোট ৩৮ টি লাইব্রেরির মধ্যে ৬ টি ব্লকের প্রতিটিতে একটি করে স্মার্ট লাইব্রেরি তৈরি করা হয়েছে। এই প্রকল্পে জেলা প্রশাসন খরচ করেছে মোট আড়াই কোটি টাকা। এই প্রসঙ্গে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান, এই লাইব্রেরিগুলোতে ই-লার্নিং এর ব্যবস্থা রাখা হয়েছে। এরফলে আগামী দিনে চাকরিপ্রার্থীরা এই লাইব্রেরিতে কোচিং নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারবে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: প্রত‍্যন্ত এলাকার পড়ুয়াদের আধুনিক শিক্ষার দিশা, চা বাগানে চালু স্মার্ট লাইব্রেরি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement