Alipurduar News: SSB জ‌ওয়ানরা কেমন করে কাজ করেন? দেখল পড়ুয়ারা

Last Updated:

বীরপাড়া লঙ্কাপাড়া বাজার হাইস্কুলের পড়ুয়াদের ভারত-ভুটান সীমান্তে এনে তাঁদের কাজ দেখালেন এসএসবি জ‌ওয়ানরা। পড়ুয়াদের সঙ্গে ছিলেন তাঁদের শিক্ষকরা।

+
title=

আলিপুরদুয়ার: এসএসবি জওয়ানরা রোদ, ঝড়, বৃষ্টি, শীত উপেক্ষা করে কীভাবে কর্তব‍্যে অবিচল থাকেন তা তুলে ধরা হল পড়ুয়াদের সামনে। এসএসবি মানে সশস্ত্র সীমাবলের জ‌ওয়ানরা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাজুড়ে আন্তর্জাতিক সীমান্তের নজরদারির দায়িত্ব পালন করেন। কিন্তু তাঁরা কীভাবে কাজ করেন এই নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই। তাছাড়া আজকে যারা পড়ুয়া আগামীদিনে বড় হয়ে তাঁরাও এইভাবে দেশ রক্ষার কাজে এগিয়ে আসতে পারে। তাই তাদের সামনে তুলে ধরা হল সবটা।
সীমান্তবর্তী এলাকাজুড়ে টহল দেন এসএসবি-র জওয়ানরা। পাশাপাশি সীমান্তে নাশকতা রোধ করার দায়িত্ব‌ও থাকে তাঁদের কাঁধে। তাঁদের এই কাজের মধ্যে অল্পবয়সী ছেলেমেয়েরা নিঃসন্দেহে অ্যাডভেঞ্চার খুঁজে পায়। ফলে মনের মধ্যে এই কাজের পদ্ধতি নিয়ে প্রচুর কৌতুহল থাকে। আর তাই বীরপাড়া লঙ্কাপাড়া বাজার হাইস্কুলের পড়ুয়াদের ভারত-ভুটান সীমান্তে এনে তাঁদের কাজ দেখালেন এসএসবি জ‌ওয়ানরা। পড়ুয়াদের সঙ্গে ছিলেন তাঁদের শিক্ষকরা। গাড়ির তল্লাশি নেওয়া থেকে শুরু করে পরিচয়পত্র যাচাই কীভাবে করা হয় সবটা তুলে ধরা হয় পড়ুয়াদের সামনে।
advertisement
advertisement
এসএসবি জ‌ওয়ানদের কর্মপদ্ধতি দেখে রীতিমত আপ্লুত পড়ুয়ারা। তাদের মধ্যে অনেকেই হয়ত বড় হয়ে এই পেশাকে বেছে নেওয়ার স্বপ্ন দেখতেও শুরু করে দিয়েছে। তারা একটা বিষয় বুঝেছে, দেশকে, দেশের মানুষকে বাঁচাতে আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকেন এস‌এসবি জ‌ওয়ানরা।
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: SSB জ‌ওয়ানরা কেমন করে কাজ করেন? দেখল পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement